রবিবার শান্তিকুঞ্জে সাক্ষাত সুকান্ত-শুভেন্দুর, কোলাঘাটে কর্মীদের ভোকাল টনিক রাজ্য বিজেপি সভাপতির

শুভেন্দু অধিকারীর বাড়িতে আসার পথে কোলাঘাটে কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, গরু পাচার কাণ্ডের চার্জশিটে   হাওয়ালা যোগ, হাওয়ালার মাধ্যমে বাংলাদেশ থেকে টাকা একাধিক নেতা মন্ত্রীদের কাছে পৌঁছে যেত। এ নিয়ে তীব্র কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

অনেক প্রশ্নের জবাব দিল রাজ্য বিজেপি। একদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অন্যদিকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুজনের মধ্যে সম্পর্ক কেমন, এই প্রশ্ন দীর্ঘদিন ধরেই রাজ্য রাজনীতির অন্দরে ভাসছে। তারই জবাব মিলল রবিবার। এদিন কাঁথির শান্তি কুঞ্জে অর্থাৎ শুভেন্দু অধিকারীর বাড়িতে তাঁর সঙ্গে দেখা করলেন সুকান্ত মজুমদার। সৌজন্য সাক্ষাতের পালা পেরিয়ে উঠে এল অনেক গুরুত্বপূর্ণ কথাও। 

এদিন শুভেন্দু অধিকারীর বাড়িতে আসার পথে কোলাঘাটে কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, গরু পাচার কাণ্ডের চার্জশিটে   হাওয়ালা যোগ, হাওয়ালার মাধ্যমে বাংলাদেশ থেকে টাকা একাধিক নেতা মন্ত্রীদের কাছে পৌঁছে যেত। এ নিয়ে তীব্র কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন শুধু হাওয়ালা নয়, তদন্ত হলে জঙ্গি গোষ্ঠীদের সাথে এদের লিঙ্ক পাওয়া যাবে, কারণ এরা প্রত্যেকেই চক্রান্ত করছে পশ্চিমবঙ্গকে বৃহত্তর বাংলাদেশ বানানোর। তৃণমূল নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন চক্রান্ত করে জঙ্গি গোষ্ঠীগুলোকে অর্থনৈতিক সাহায্য দেওয়া হচ্ছে এই সরকারের তরফে। নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে আর্থিক দিক থেকে সচ্ছল হচ্ছে এখানকার তৃণমূল নেতারা। 

Latest Videos

শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে সুকান্ত বলেন, ‘‘আমি এখানে বিজয়ার প্রণাম করতে এসেছিলাম। দুর্গা প্রতিমা বিসর্জন হলে আমরা বয়োজ্যেষ্ঠদের পায়ে হাত দিয়ে প্রণাম করি। এটাই আমাদের রীতি। পশ্চিমবঙ্গে রাজনীতিতে প্রবীণ ও অভিজ্ঞ যে ক’জন রাজনীতিক বেঁচে আছেন, তাঁদের একজন শিশিরবাবু। তাই তাঁর মতো মানুষকে সম্মান জানাতে এসেছিলাম।’’ আপনি কী মুখ্যমন্ত্রীর বাড়িতেও বিজয়া করতে যাবেন? এমন প্রশ্নের জবাবে বিজেপি সভাপতি বলেন, ‘‘আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতেও এই শুভেচ্ছা জানাতে যেতে পারতাম। কিন্তু তাঁর হাতে আমাদের কর্মীদের রক্তের দাগ লেগে রয়েছে। তাই আমি যাব না।’’

প্রসঙ্গত, শিশির এখনও তৃণমূলের প্রতীকে নির্বাচিত সাংসদ। কিন্তু ২০২০ সালের ১৯ ডিসেম্বর শুভেন্দু বিজেপিতে যোগ দিলে দলের সঙ্গে তাঁর যোগাযোগ প্রায় ছিন্ন হয়ে গিয়েছে। ২০২১ সালের বিধানসভা ভোটে এগরায় বিজেপির জনসভায় অমিত শাহের সঙ্গে এক মঞ্চে হাজির থাকার কারণে শিশিরের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে তাঁর সাংসদ পদ খারিজের আবেদন জানিয়েছে তৃণমূল। আগামী ১২ অক্টোবর শিশিরের সাংসদপদ খারিজ নিয়ে শুনানি রয়েছে স্পিকারের কাছে। তার আগেই বিজেপি সভাপতির শান্তিকুঞ্জে আসাকে তাঁদের অভিযোগকে জোরালো করবে বলেই দাবি তৃণমূল নেতৃত্বের।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar