'রাজীব কুমার ধরা পড়লে দিদি- ভাইপোর বিপদ', সরাসরি কটাক্ষ সূর্যকান্তের

Published : Sep 21, 2019, 11:45 PM IST
'রাজীব কুমার ধরা পড়লে দিদি- ভাইপোর বিপদ', সরাসরি কটাক্ষ সূর্যকান্তের

সংক্ষিপ্ত

রাজীব কুমার ইস্যুতে কটাক্ষ সূর্যকান্ত মিশ্রের নাম না করেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ রাজীব ধরা পড়লে 'দিদি- ভাইপোর' বিপদ, কটাক্ষ সিপিএম রাজ্য সম্পাদকের  

রাজীব কুমার ধরা পড়লে মুখ্যমন্ত্রী এবং তাঁর পরিবারের বিপদ। নাম না করে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। কটাক্ষের সুরে তাঁর দাবি, 'রাজীব কুমার ধরা পড়লে দিদি এবং ভাইপো বিপদে পড়ুবে।'

এ দিন নদিয়ায় একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই রাজীব কুমার প্রসঙ্গে মন্তব্য করেন সিপিএম রাজ্য সম্পাদক। রাজীব কুমারকে 'হরিদাস পাল' বলেও কটাক্ষ করেন সিপিএম নেতা। সূর্যকান্ত মিশ্র বলেন, 'কে ওই হরিদাস পাল? ওর যে মালিক আছেন,যেখান থেকে ও পয়সা পায়, তার নিজের মাথা সামলাক। ওর কাছে শুধুমাত্র কিছু কাগজপত্র রয়েছে, যেটা ধরা পড়লে দিদি এবং ভাইপো, দু' জনেই বিপদে পড়বে। তার জন্যই তো ছুটোছুটি করছে। এটা বোকা ছাড়া আর সবাই বুঝতে পারছে।'

আরও পড়ুন- আরও চাপে রাজীব কুমার, আগাম জামিনের আবেদন খারিজ

আরও পড়ুন- রাজীব নাকি এখানেই ভর্তি, জল্পনা বাড়িয়ে হাসপাতালে হানা সিবিআই-এর, দেখুন ভিডিও

চলতি সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সঙ্গে সাক্ষাতের দিকেই যে সিপিএম রাজ্য সম্পাদক ইঙ্গিত করেছেন, তা স্পষ্ট। কিন্তু মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের পরেও রাজীব কুমারকে ধরতে সিবিআই তৎপরতা বেড়েছে বই কমেনি। ঘটনাচক্র এ দিনই রাজীব কুমারের জামিনের আবেদনও খারিজ করে দিয়েছে আলিপুর আদালত। এখন তাই রাজীবকে গ্রেফতার করতে পারাটাই সিবিআই-এর কাছে বড় চ্যালেঞ্জ। 

PREV
click me!

Recommended Stories

বসিরহাটে ২ হাজার ভোটারকে শুনানিতে ডাক, প্রতিবাদে রাস্তায় মোদীর কুশপুতুল দাহ
Kestopur Fish Fair 2026: কেষ্টপুরে ৪০ কেজির ভোলা, ৩৫ কেজির কাতলা! দেখুন ৫১৯ বছরের পুরনো মাছের মেলা