বঙ্গ-সমাজের সর্বস্তরে ফুটছে পদ্মফুল, দিদির কপালে ভাঁজ ফেলে কোটি ছাড়াল বিজেপি

  • পশ্চিমবঙ্গে বিজেপির সদস্য সংগ্রহের লক্ষ্য ছিল ১০ লক্ষ
  • তার জায়গায় নতুন সদস্য হয়েছেন ৩০ লক্ষ
  • সব মিলিয়ে বর্তমানে বাংলায় বিজেপি সদস্যের সংখ্যা ১ কোটি ছাড়াল
  • জেপি নাড্ডার দাবি সমাজের সর্বস্তরের মানুষ বিজেপিতে যোগ দেওয়ার আগ্রহ দেখাচ্ছেন

 

গত কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গে বিজেপির দাপট বাড়ছে। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সেয়ানে সেয়ানে লড়ে ১৮টি আসন দখল করাতেই গেরুরা শিবিরের প্রতি বঙ্গবাসীর ঝোঁক অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছিল। আর এইবার বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে আরও পরিষ্কার হয়ে গেল ছবিটা।

এদিন নয়া দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জেপি নাড্ডা জানিয়েছেন তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ ও সদ্য বিশেষ মর্যাদা বাতিল হওয়া জম্মু ও কাশ্মীরে বিদেপির সদস্য সংখ্যা সবথেকে বেড়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে সমাজের সর্বস্তরের মানুষ বিজেপিতে যোগ দেওয়ার আগ্রহ দেখাচ্ছেন।

Latest Videos

নাড্ডা জানান, বঙ্গ বিজেপিকে সদস্য সংগ্রহ অভিযানে লক্ষ্য দেওয়া হয়েছিল ১০ লক্ষ। কিন্তু সেখানে নতুন বিজেপি সদস্য হয়েছেন ৩০ লক্ষ। আর তাতেই সব মিলিয়ে বাংলায় বিজেপি সদস্যের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গিয়েছে।

তাঁর দাবি সঠিক হলে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের কপালের ভাঁজ আরও বাড়তে বাধ্য। 'দিদিকে বলো' প্রচার বা প্রশান্ত ভূষণের পরামর্শ কতটা সাহায্য করে সেটাই দেখার।  

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন Suvendu Adhikari
২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র