নারদকাণ্ডে ফের চাপে তৃণমূল, স্পিকারের কাছে মামলার আর্জি সিবিআই-এর

  • নারদ স্টিং অপারেশন মামলায় নয়া মোড়
  • লোকসভার স্পিকারের কাছে মামলার অনুমতি
  • ওম বিড়লার কাছে অনুমতি চাইল সিবিআই
  • নারদকাণ্ডে ফের অস্বস্তিতে তৃণমূল

নারদ স্টিং অপারেশন মামলায় এবার নয়া মোড়। সংবাদ সংস্থা সূত্রে খবর,তৃণমূলের নেতাদের বিরুদ্ধে মামলা করতে লোকসভার স্পিকারের কাছে অনুমতি চেয়েছে সিবিআই। ওম বিড়লার অনুমতি পেলে ফের নারদকাণ্ড নিয়ে সরগরম হতে চলেছে রাজ্য় রাজনীতি।

সূত্রের খবর, আগামী সপ্তাহে নারদকাণ্ডে অভিযুক্ত ১১ জন সাংসদ-বিধায়ককে জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মর্মে তাঁদের উদ্দেশে ইতিমধ্য়েই নোটিস পাঠিয়েছে সিবিআই। বুধবারই দিল্লিতে সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদ করা হয় বিজেপি নেতা মুকুল রায়কে। সারদা মামলা নিয়েই মুকুলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। সিবিআইয়ের একটি সূত্র জানাচ্ছে, মূলত সুদীপ্ত সেনের সঙ্গে টাকা পয়সার লেনদেন নিয়ে প্রশ্ন করা হয়েছে মুকুলকে। সারদার টাকায় মিডিয়া ব্য়বসা কীভাবে চলত তাও জানতে চাওয়া হয়েছে তাঁর কাছে। এমনকী একটি ছবি প্রদর্শনীর বিষয়েও জিজ্ঞেস করেছে সিবিআইয়ের অফিসাররা। এ কথা স্বীকার করলেও সিবিআইয়ের ম্য়ারাথন জেরা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন মুকুল। তবে সারদা নিয়ে প্রশ্ন করা হলেও নারদা মামলায় মুকুলকে ডাকা হয়নি বলে খবর। 

Latest Videos

আরও পড়ুন :দিলীপের বাড়িতে দেবশ্রী! যোগদান ঘিরে জল্পনা

আরও পড়ুন :রাণুর নকল করে বিতর্কে অভিনেতা, থানায় অভিযোগ হতেই চাইলেন ক্ষমা

গত কয়েক দিন ধরেই নারদকাণ্ডের তদন্তে গতি এনেছে সিবিআই। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে অথবা নোটিশ পাঠানো হয়েছে টিএমসির একাধিক প্রভাবশালীকে। সিবিআই সূত্রে খবর, ভিডিও ফুটেজে যাঁদের কণ্ঠস্বর পাওয়া গিয়েছে , তাঁদেরকে জেরা করবে সিবিআই। কিন্তু মুকুলের নাম কেন বাদ পড়ল, সেটা নিয়েই উঠছে প্রশ্ন। ম্যাথিউর পেশ করা ভিডিওয় মুকুলকে দেখা গিয়েছিল। কিন্তু নিজে হাতে টাকা নিতে দেখা যায়নি মুকুলকে।

সিবিআইয়ের কাছে ম্যাথিউর দাবি, অপারেশনের টাকার জোগান দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ কে ডি সিং। এমনকী কার বিরুদ্ধে অপারেশন করতে হবে, সে সবও স্থির করে দেন তিনি। কে ডি অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। ইতিমধ্যে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছে সিবিআই। সিবিআই দফতরে ডাক পড়েছে তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারেরও। একই তালিকায় সাংসদ কাকলি ঘোষদস্তিদার, সাংসদ সৌগত রায়, শুভেন্দু অধিকারির নাম রয়েছে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন :বাগড়া দিল না রাজ্য়, ৫ সেপ্টেম্বর পর্যন্ত স্বস্তিতে মুকুল

আরও পড়ুন :মুখে বলার দিন শেষ, টাকা ফেরাতে কাটমানি পোস্টার পড়ল গ্রামে
 

Share this article
click me!

Latest Videos

WB By Election: ‘Madarihat-এ যেই ফলাফলটা হয়েছে সেটা প্রত্যাশিত নয়!’ এ কী বললেন Samik Bhattacharya
গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে Guyana সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর (Modi) গায়ানা সফর
ভোটে জিততেই RG Kar সাজানো ঘটনা বলছেন তৃণমূল, একহাত নিলেন Adhir Ranjan Chowdhury
WB By Election Result: Naihati-তে সবুজ ঝড়! এক ধাক্কায় এগিয়ে TMC! উল্লাসের আমেজ গোটা এলাকায়
খেলতে খেলতেই ঘটলো অঘটন! শোকের ছায়া Shantipur-এ, দেখুন | Nadia News Today