১৬ অক্টোবর রবিবার হাওড়ার শিবপুরের একটি আবাসনের সামনে রাখা গাড়ি থেকে টাকা উদ্ধারের পরের দিন হাওড়ার মন্দিরতলা কইপুকুর এলাকার একটি আবাসনে তল্লাশি চালায় কলকাতার গোয়েন্দা বিভাগের অ্যান্টি ব্যাংক ফ্রড টিমের অফিসার ও হাওড়ার শিবপুর থানার পুলিশ
হাওড়ায় হিসাব বহির্ভূত টাকা উদ্ধারের ঘটনায় সামনে আসছে একের পর এক তথ্য। জট ছাড়াতে গিয়ে আরও জটিল হচ্ছে ঘটনার ঘনঘটা। তদন্ত এগোতেই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। শিবপুরে গাড়ি থেকে টাকা উদ্ধারের ঠিক একদিন পরেই ফের কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে মন্দিরতলার একটি ফ্ল্যাট থেকে। গোটা ঘটনায় উঠে আসছে দু'টি নাম শৈলেশ পাণ্ডে ও তাঁর ভাই অরবিন্দ পাণ্ডে। কিন্তু এই বিপুল পরিমাণ টাকার উৎস কী? ইতিমধ্যেই লুক আউট নোটিশ জারি করা হয়েছে এই দুই ভাইয়ের নামে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে মূলত ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ইন্ট্রোডিউসারের কাজ করতেন শৈলেশ। বিদেশ থেকে আসা কালো টাকা ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খোলার মাধ্যমে সাদা করতেন শৈলেশ। এখনও পর্যন্ত শৈলেশ ও অরবিন্দের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণ আট কোটিও বেশি। তবে এখনও পর্যন্ত বেপাত্তা দুই ভাই।
১৬ অক্টোবর রবিবার হাওড়ার শিবপুরের একটি আবাসনের সামনে রাখা গাড়ি থেকে টাকা উদ্ধারের পরের দিন হাওড়ার মন্দিরতলা কইপুকুর এলাকার একটি আবাসনে তল্লাশি চালায় কলকাতার গোয়েন্দা বিভাগের অ্যান্টি ব্যাংক ফ্রড টিমের অফিসার ও হাওড়ার শিবপুর থানার পুলিশ। এই আবাসন থেকে ৫ কোটি ৯৬ লাখ টাকা বিপুল পরিমাণ সোনার গয়না। এরপরই আবাসনের বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন পুলিশ কর্তারাও। অভিযোগ একাধিক লোককে ঋণ দেওয়ার নামে প্রতারণা সহ একাধিক অভিযোগ উঠে আসে শৈলেশ পাণ্ডে ও তাঁর ভাই রোহিত পাণ্ডের বিরুদ্ধে।
রবিবার হাওড়ার শিবপুর থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়াকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। ঘটনার তদন্তে নামে কলকাতার হেয়ার স্ট্রিট থানার পুলিশ। তদন্তে সহায়তা করে শিবপুর থানার পুলিশও।
পুলিশ সূত্রে খবর। বেশ কিছু দিন ধরেই মোটা অঙ্কের টাকার লেনদেন চলছিল একটি বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ঘটনা নজরে আসতেই তদন্ত শুরু করে লালবাজারের ‘ব্যাঙ্ক ফ্রড’ শাখা। এরপরই ফ্রিজ করে দেওয়া হয় ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তদন্তে নাম উঠে আসে শৈলেশ পাণ্ডে নামে এক ব্যক্তিরও। তবে মূল অভিযুক্ত এখনও অধরা। সূত্রের খবর, এর আগেও একাধিকবার ষড়যন্ত্র, চিটিংবাজি-সহ নানা বিষয় নাম জড়িয়েছে অভিযুক্তের।
আরও পড়ুন -
'জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া জরুরি', দশেরায় বললেন RSS প্রধান
সূর্যের দক্ষিণ গোলার্ধে ভয়ঙ্কর বিস্ফোরণ, বিপন্ন হতে পারে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা