ফণীর কোপ থেকে বাঁচল কলকাতা! কতটা ক্ষয়ক্ষতি হল বাংলার জেলায়

  • রাত ১২ টার সময়ে বাংলায় প্রবেশ করে ফণী। কিন্তু ভোর রাতেই কলতার কান ঘেষে বেরিয়ে যায় সে। 
  • ঘণ্টায় ৮০-৯০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার কথা ছিল কলকাতায়। কিন্তু ঝোড়ো হাওয়ার গতি ছিল ৫০ কিমি। তাই শহরে তেমন ক্ষয়ক্ষতির পরিমাণ মেই। 
  •  উপকূলর্বতী এলাকা-সহ রাজ্য়ের বিভিন্ন জায়গায় তীব্র গতিতে ঝোড়ো হাওয়া বয়েছে এবং  বৃষ্টি হয়েছে। রাজ্য়ে ফণী ঢোকার আগেই উপকূলর্বতী এলাকা যেমন, দিঘা-মন্দারমণিতে প্রভাব পড়তে শুরু করেছিল। 
swaralipi dasgupta | undefined | Published : May 4, 2019 9:47 AM

ওড়িশার অবস্থা থেকে শুক্রবার সারাদিন ফণীর আতঙ্কে ভুগছিল রাজ্য়বাসী। কিন্তু বাংলার দিকে শুধু চোখ রাঙিয়েই বাংলাদেশের দিকে সরে গেল সুপার সাইক্লোন ফণী। শুক্রবার রাত ১২টা নাগাদ খড়গপুর হয়ে পশ্চিমবঙ্গে ঢুকে পড়ে ফণী। কিন্তু ভোর রাতেই কলকাতাকে পাশ কাটিয়ে র্পূব র্বধমানের দিকে সরে যায় তার  গতি।  

তবে কলকাতার কোথাও প্রত্য়ক্ষ প্রভাব না পড়লেও , উপকূলর্বতী এলাকা-সহ রাজ্য়ের বিভিন্ন জায়গায় তীব্র গতিতে ঝোড়ো হাওয়া বয়েছে এবং  বৃষ্টি হয়েছে। রাজ্য়ে ফণী ঢোকার আগেই উপকূলর্বতী এলাকা যেমন, দিঘা-মন্দারমণিতে প্রভাব পড়তে শুরু করেছিল। 

Latest Videos

শুক্রবার বিকেল থেকেই এই এলাকাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছিল। দিঘা-মন্দারমণির সমুদ্র উত্তাল হয়ে উঠেছিল এতই যে নীচু জায়গাগুলিতে জল ঢুকতে শুরু করে। রাত ১২ টায় ফণী ঢোকার পড়ে দিঘায় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ কিলোমিটার। যদিও বিপদের আশঙ্কা করে আগেই মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। 

যেহেতু খড়গপুর হয়েই পশ্চিমবঙ্গে ফণী প্রবেশে করে, তাই এই এলাকাতেও বেশ তীব্র গতিতে তাণ্ডব চালায় ঝোড়ো হাওয়া। যদিও ওড়িশায় ধ্বংসলীলা চালিয়ে শক্তি হারিয়েই বাংলায় ঢোকে ফণী। খড়গপুরে বেশ কয়েকটি গাছ পড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

ঝাড়গ্রামে ফণীর জেরে ২০টি কাঁচা বাড়ির বেশ কিছু অংশ ভেঙে পড়ে। পশ্চিম  মেদিনীপুরের কুন্দরীশোল গ্রামে বাজ পড়ে ১২ বছরের এক বালকের মৃত্যু হয়েছে। র্পূব মেদিনীপুরে বেশ কিছু  মাটির বাড়ির অংশ ভেঙে পড়েছে। 

তবে কলকাতা ফণীর তাণ্ডবলীলা থেকে এবারের মতো রক্ষা পেয়েছে। কলকতায় ৮০-৯০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার কথা ছি। কিন্তু রাতে ঝোড়া হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ৫০ কিলোমিটার।কলকাতার বেশ কিছু জায়গায় কয়েকটি গাছ পড়ে গিয়েছে। জানা গিয়েছে, উত্তর কলকাতার টালা র্পাক অঞ্চলে একটি বাড়ি  ভেঙে পড়েছে। রাত ভর বৃষ্টি চলে। তবে পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে রাতভর সজাগ ছিল কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিমও তৎপর ছিলেন। আবহাওয়া দফতরও সারা রাত জেগে ঝড়ের গতিবেগের দিকে নজর রাখছিল।

এই মুর্হূতে কলকাতা বিপদ মুক্ত। কলকাতা বিমানবন্দরও স্বাভাবিক ভাবে কাজ করতে শুরু করেছে। শনিবার বিকেল গড়াতেই আবহাওয়া স্বাভাবিক হতে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 
 

Share this article
click me!

Latest Videos

সন্দেশখালিতে ফের তৃণমূলের গোষ্ঠীকোন্দল, শেখ শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Nadia News: আপনজনই বিশ্বাসঘাতক? নাবালিকাকে প্রলোভনে ফাঁসিয়ে নিয়ে গেল পরিচিতরাই, চাঞ্চল্য শান্তিপুরে
মালদার মোথাবাড়িতে বাংলাদেশের ছায়া? সুকান্তকে সামনে পেয়ে কি বললেন বাসিন্দারা? | Sukanta Majumdar
Sukanta Majumdar: মালদা মোথাবাড়িতে গিয়ে পুলিশি বাঁধার মুখে পরে এ কী বলছেন সুকান্ত মজুমদার? দেখুন
'মোথাবাড়ি দেখার পর কোনও হিন্দু ওদের ভোট দেবে না' বুঝিয়ে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari