শিশুদের মধ্যে বাড়ছে অজানা জ্বরের প্রকোপ, থাকছে শ্বাসকষ্ট-কাশি, সর্দির সমস্যা

রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৬৫ জন শিশু। জেলা জুড়ে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কিত অভিভাবকরা। 

পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের (Purulia Deben Mahato Government Medical College Hospital) শিশু বিভাগে (pediatric department) জ্বরে (Fever) আক্রান্তর সংখ্যা বেড়ে হল ২৪৬। পাশাপাশি রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৬৫ জন শিশু। জেলা জুড়ে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কিত অভিভাবকরা। আতঙ্ক নয়, সতর্ক থাকুন বার্তা চিকিৎসকদের। 

Latest Videos

পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগে জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২৪৬। অন্যদিকে জ্বর-সর্দি, কাশি শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে প্রায় ৬৫ জন শিশু । রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক অনির্বাণ হালদার জানান শুধু শিশুদের নয় বড়োদের মধ্যেও জ্বর-সর্দি সহ বিভিন্ন শারীরিক অসুস্থতার সংখ্যা একটু বেড়েছে। এতে কোনো চিন্তার কিছু কারণ নেই। তবে সকলকেই সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

একই সাথে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার সোমনাথ দাস জানান, মূলত আবহাওয়ার পরিবর্তন হওয়ার কারণেই  শিশুদের এই ধরনের সমস্যা দেখা দিয়েছে। তবে শিশু চিকিৎসার সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। ইতিমধ্যেই শিশু বিভাগের আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে । 

অপর এক চিকিৎসক সি আর মুর্মু  জানান, এতে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। শিশুদের যেকোনো ধরনের সমস্যার জন্য তিনি রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আসার পরামর্শ দিয়েছেন। হাসপাতালে শিশুদের চিকিৎসার পরিকাঠামো এবং পর্যাপ্ত পরিমান চিকিৎসক রয়েছে বলে জানান তিনি। তবে পুজোর মুখে রাজ্যের প্রান্তিক জেলা পুরুলিয়ায় শিশুদের জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কিত অভিভাবকরা।  

Share this article
click me!

Latest Videos

‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba
‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News
গোপন অভিযান চালিয়ে হতবাক পুলিশ! এ কী উদ্ধার হলো নদীয়া থেকে, দেখুন | Nadia News Today