শিশুদের মধ্যে বাড়ছে অজানা জ্বরের প্রকোপ, থাকছে শ্বাসকষ্ট-কাশি, সর্দির সমস্যা

রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৬৫ জন শিশু। জেলা জুড়ে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কিত অভিভাবকরা। 

পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের (Purulia Deben Mahato Government Medical College Hospital) শিশু বিভাগে (pediatric department) জ্বরে (Fever) আক্রান্তর সংখ্যা বেড়ে হল ২৪৬। পাশাপাশি রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৬৫ জন শিশু। জেলা জুড়ে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কিত অভিভাবকরা। আতঙ্ক নয়, সতর্ক থাকুন বার্তা চিকিৎসকদের। 

Latest Videos

পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগে জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২৪৬। অন্যদিকে জ্বর-সর্দি, কাশি শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে প্রায় ৬৫ জন শিশু । রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক অনির্বাণ হালদার জানান শুধু শিশুদের নয় বড়োদের মধ্যেও জ্বর-সর্দি সহ বিভিন্ন শারীরিক অসুস্থতার সংখ্যা একটু বেড়েছে। এতে কোনো চিন্তার কিছু কারণ নেই। তবে সকলকেই সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

একই সাথে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার সোমনাথ দাস জানান, মূলত আবহাওয়ার পরিবর্তন হওয়ার কারণেই  শিশুদের এই ধরনের সমস্যা দেখা দিয়েছে। তবে শিশু চিকিৎসার সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। ইতিমধ্যেই শিশু বিভাগের আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে । 

অপর এক চিকিৎসক সি আর মুর্মু  জানান, এতে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। শিশুদের যেকোনো ধরনের সমস্যার জন্য তিনি রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আসার পরামর্শ দিয়েছেন। হাসপাতালে শিশুদের চিকিৎসার পরিকাঠামো এবং পর্যাপ্ত পরিমান চিকিৎসক রয়েছে বলে জানান তিনি। তবে পুজোর মুখে রাজ্যের প্রান্তিক জেলা পুরুলিয়ায় শিশুদের জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কিত অভিভাবকরা।  

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন