ঢোল পিটিয়ে সাবধান করা হচ্ছে গ্রামকে, বাঁশের দিয়ে তৈরি ব্য়ারিকেড, এক অচেনা টুসুর দেশ

  • লকডাউনের মরশুমে পাল্টে গিয়েছে টুসুর দেশ পুরুলিয়া
  • সেখানে কিছুদিন আগে ভিনরাজ্য় থেকে ঘরে ফিরেছিলেন কয়েকজন
  • আর তার জেরেই ছড়িয়েছে আতঙ্ক, ঢোল পিটিয়ে চলছে প্রচার
  • গ্রাম থেকে গ্রামে তৈরি হয়েছে বাঁশের তৈরি ব্য়ারিকেড

পলাশের পুরুলিয়ায় করোনা আতঙ্ক তাই রাঙামাটির দেশে এখন ঢোল বাজিয়ে  সাবধান করা হচ্ছে গ্রামের মানুষকে টুসুর দেশে এ গ্রাম থেকে ও গ্রামের মধ্য়ে গিয়েছে ব্য়ারিকেডসবমিলিয়ে এ যেন এক অন্য় পুরুলিয়া

গত মঙ্গলবার রাত বারোটা থেকে দেশজুড়ে লকআউট ঘোষণা করেছেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীতারপর থেকেই কার্যত শুনশান হয়েছে শহর মফস্বলের পাড়াগুলোসকালের দিকে ভিড় থাকলেও বাকি সময়ে কার্যত খাঁ-খাঁ করছে বাজার দোকানগুলোপরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতার রাস্তায় পুলিশ কমিশনারকে বেরোন খোদ মুখ্য়মন্ত্রীবৃহস্পতিবার তিনি শহরের বিভিন্ন বাজারে যান এদিকে এই পরিস্থিতিতে গড়িয়ার দত্তাবাদে নতুন করে এক করোনা আকান্তের খবর পাওয়া যায়

Latest Videos

এই পরিস্থিতিতে পুরুলিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়েছে আতঙ্কতার অবশ্য় সঙ্গত কারণও রয়েছেলকডাউনের দু-একদিন আগেই সেখানে ভিনরাজ্য় থেকে ঘরে ফিরেছে বেশ কয়েকজনএদিকে শহর-মফস্বলে যেটুকু যা স্ক্রিনিংয়ের ব্য়বস্থা রয়েছে, গ্রামের দিকে তা নেইসেখানে তাই গ্রামবাসীদের সচেতনতার ওপরই পুরোটা নির্ভর করছে এই পরিস্থিতিতে একই সঙ্গে রীতিমতো আতঙ্কিত ও সজাগ রয়েছে পুরুলিয়াগুজরাত, মুম্বই, চেন্নাই, পঞ্জাব থেকে  যাঁরা ঘরে ফিরেছেন তাঁদের থেকে যাতে কোনওরকমভাবে সংক্রমণ ছড়াতে না-পারে তার জন্য় কোমর বেঁধে নেমেছে পুরুলিয়ার বিভিন্ন গ্রাম রীতিমতো ঢোল বাজিয়ে চলছে প্রচার গ্রাম থেকে গ্রামে যাতায়ত বন্ধ করতে সেখানে এখন পাড়ায় পাড়ায় ব্য়ারিকেড পারা থানার আনাড়া গ্রামে এপাড়া থেকে ওপাড়া ফতোয়া জারি করে ঢোল বাজিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে, ভিনরাজ্য় থেকে যাঁরা ফিরেছেন, তাঁরা যেন অবিলম্বে ডাক্তারের কাছে যান আর ১৪ দিন গৃহবন্দি থাকেননইলে পুলিশ তাঁদের বিরুদ্ধে ব্য়বস্থা নেবেতখন গ্রামের লোকও পাশে থাকবে না

যদিও জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, অনেককেই চিহ্নিত  করে আলাদা রাখা হয়েছে। তাঁদের ওপর নজর রেখেছে প্রশাসন। তাই আতঙ্কের কিছু নেই আর পুরুলিয়ার এই ছবি দেখে অনেকেই বলছেন, এ যেন এক অচেনা টুসুর দেশ

Share this article
click me!

Latest Videos

প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News