মাসুদের দলের যোগ ছিল তার! জেনে নিন এই বাঙালি জঙ্গির পরিচয়

  • কলকাতা শহরের বুক থেকে গ্রেফতার হয়েছে আইএস মদতরপুষ্ট চার জঙ্গি।
  • ধৃতদের তিনজন বাংলাদেশি হলেও, একজন এই রাজ্যেরই বাসিন্দা।
  • জানুন তাঁর পরিচয় 
arka deb | Published : Jun 25, 2019 12:50 PM IST

কলকাতা শহরের বুক থেকে গ্রেফতার হয়েছে আইএস মদতরপুষ্ট চার জঙ্গি। ধৃতদের তিনজন বাংলাদেশি হলেও, একজন এই রাজ্যেরই বাসিন্দা। অর্থ সংগ্রহ ও মতাদর্শ ছড়িয়ে সাহায্য করার অভিযোগে অভিযুক্ত এই ব্যক্তির পরিচয় এবার হাতে এল। জেএমবি ও আইএস জঙ্গি  রবিউল ইসলামের বাড়ি বীরভূমের পাইকর থানার নুতনগ্রামে । সে গ্রামে রাজমিস্ত্রির কাজ করত।

এই ব্যাক্তির বাবার দাবি, গত ১৩ জুন কয়েক জন তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বলে হাওড়ার উলুবেড়িয়ায় তাকে বাড়ি নির্মণের জন্য যেতে হবে। সেই মতো তাদের সঙ্গে ১৩ জুনই নতুনগ্রামের বাড়ি থেকে উলুবেড়িয়ার উদ্দেশ্যে বের হয় রবিউল । তার বাবা এরজাহান শেখ আরও জানান, ১৪ জুন রাত্রি এগারোটা নাগাদ শেষ বার কথা হয় রবিউলের সঙ্গে । তারপর  আর তার সঙ্গে যোগোযোগ হয়নি। মোবাইল সুইচ বন্ধ হয়ে ছি । এতদিনপর ছেলে বাড়ি না ফেরায় গত ২৩ জুন পাইকর থানায় ছেলের নিখোঁজ ডায়রি করে পরিবার। পরে আজ তাঁরা জানতে পারে রবিউলকে আতঙ্কবাদী বলে পুলিশে ধরেছে । চৌদ্দ বছর আগে গ্রামেই বিয়ে হয় রবিউলের। বর্তমানে ৯ ও ১২ বছরের দুটি কন্যা  সন্তান আছে তার। সে গ্রামে রাজমিস্ত্রির কাজ করত।

Latest Videos

প্রসঙ্গত ,কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার প্রথমে শিয়ালদহ স্টেশনের কাছে পার্কিং লট থেকে দুই জঙ্গিকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া একটি মোবাইল ফোনে জেহাদি ভিডিও, ছবি-সহ নানা তথ্য পাওয়া গিয়েছে বলে জানিয়েছ এসটিএফ। 

Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Suvendu Adhikari: 'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের