কুলতলিতে লোকালয়ে বাঘের হানা, আতঙ্কে আগুন জ্বালাচ্ছে এলাকাবাসী

  • কুলতলির বৈকণ্ঠপুরে লোকালয়ে আচমকা বাঘের হানা
  •  এলাকাবাসীরা জানিয়েছেন, গ্রামে ঢুকে গরু মারছে বাঘ
  • হঠাৎ এই পরিস্থিতিতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে
  •  

Asianet News Bangla | Published : Oct 5, 2020 4:28 PM IST / Updated: Oct 05 2020, 10:00 PM IST

কুলতলির বৈকণ্ঠপুরে লোকালয়ে আচমকা বাঘের হানা। এলাকাবাসীরা জানিয়েছেন, গ্রামে ঢুকে গরু মারছে বাঘ। হঠাৎ এই পরিস্থিতিতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। মৈপিঠ কোস্টাল থানার অন্তর্গত ভীম নায়েকের বাড়ির গোয়ালে এদিন সন্ধ্যায় হানা দেয় বাঘ। বাড়ির মালিক জানিয়েছেন , বাঘের হানায় একটি গরু মরে। কিন্তু বাঘটিকে ধরতে না পারায় আতঙ্ক সৃষিট হয়েছে এলাকায়।

প্রথমে একবার দেখা গেলেও গাড়ির আলো দেখেই গ্রামে লুকিয়ে পড়েছে বাঘটি। যার ফলে বাড়ি বাড়ি শুরু হয়েছে মশাল জ্বালার পালা। এলাকাবাসীরা অনেকেই পশুরাজের হানা থেকে বাঁচতে বাড়ির দাওয়ায় আগুনের ব্যবস্থা করছেন। স্থানীয়রা জানিয়েছেন বাঘ না ধরা পড়লে ঘুম হবে না তাদের। তাই আপাতত রাত জাগতে হবে তাদের। যদিও তাদের আশা, বন দফতর দ্রুত বাঘটিকে ধরতে পারবে। 

জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় গরুর ডাকে এলাকার লোকজন বেরিয়ে আসে। লোকজন দেকেই গোয়াল ছেড়ে একটি রাস্তার উপর আশ্রয় নেয় বাঘটি। এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এই ঘটনায়। বন দফতরের অনুমান চিতুরির জঙ্গল থেকে ঠাকুরান নদী পেরিয়ে বাঘটি লোকালয়ে ঢুকেছে। আপাতত বন দফতর রাত পাহাড়ার ব্যবস্থা করেছে।
 

Share this article
click me!