উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি মনস্পতি দেবকে খুনের চেষ্টার অভিযোগ উঠল। বনস্পতি বাবুর দাবি তাকে গাড়ীসুদ্ধ ক্রেন চাপা দিয়ে খুন করার চেষ্টা করা হয়। কোনওক্রমে প্রাণে বেঁচেছেন তিনি।
জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন বিকেলে নিজের গাড়ি চেপে গাইঘাটা থেকে বনগাঁ জেলা পার্টি অফিসে যাচ্ছিলেন তিনি। যশোর রোডের ৪৪ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় উল্টো দিক থেকে দ্রুতগতিতে একটি ক্রেন এসে তাকে চাপা দেওয়ার চেষ্টা করে ৷ গাড়ি চালক তৎক্ষণাৎ রাস্তা থেকে গাড়িটি দ্রুত নামিয়ে দেয় ।
তিনি গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বনস্পতি বাবু বলেন ক্রেনটা তাঁর গাড়িকেই ধাক্কা মারার উদ্দেশ্য নিয়ে এসেছিল। তৃণমূলের দুষ্কৃতীরা এই ঘটনা ঘটাতে পারে। পুলিশ ক্রেন সহ চালককে আটক করেছে। চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আকাশ থেকে আচমকা আক্রমণ, মুহুর্তে সব শেষ- বিশ্বের চমকে দেওয়া ড্রোন হামলা এক নজরে
ক্যামেরার সামনেই মহিলার শাড়ি টেনে খুলে ফেলার চেষ্টা, নির্বাচনের নামে ধুন্ধুমার যোগীরাজ্যে
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বনগাঁ পৌরসভার মুখ্য প্রশাসক তৃণমূল নেতা গোপাল শেঠ অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি এই ঘটনা বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরেই ঘটেছে।