'পুরুলিয়ায় সাইন বোর্ড হয়ে যাবে BJP', গেরুয়া শিবিরের কার্যালয়ে পড়ল তালা পড়তেই তোপ তৃণমূলের

বিজেপির জেলা কমিটি ঘোষণা হতেই পুরুলিয়া বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, বিজেপির দলীয় কার্যালয়ে পড়ল তালা।  'এবার পুরুলিয়ায় বিজেপি সাইন বোর্ড হয়ে যাবে', বলে কটাক্ষ করলেন  তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি।  

Web Desk - ANB | Published : Jan 29, 2022 9:52 AM IST / Updated: Jan 29 2022, 03:39 PM IST

বিজেপির জেলা কমিটি ঘোষণা হতেই পুরুলিয়া বিজেপির (BJP) গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। বিজেপির দলীয় কার্যালয়ে পড়ল তালা। যদিও 'কোনও গোষ্ঠী কোন্দল নয়, কিছু মিডিয়া টিআরপি বাড়ানোর মিথ্যা খবর প্রচার করছে', বলে দাবি করলেন বিজেপির জেলা সভাপতি (BJP Leader)। যদিও এই বলেই পার পেলেন না বিজেপির জেলা সভাপতি। বিজেপির গোষ্ঠী কোন্দোল প্রকাশ্যে আসা নিয়ে তীব্র আক্রমণ করল তৃণমূল কংগ্রেস (TMC Leader)। 'এবার পুরুলিয়ায় বিজেপি সাইন বোর্ড হয়ে যাবে', বলে কটাক্ষ করলেন  তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। উল্লেখ্য, পুরুলিয়া বিজেপির জেলা সভাপতি বদল হতেই সভাপতি বদলের জন্য বিজেপির পাঁচ বিধায়কের সর্বভারতীয় সভাপতি জিপি নাড্ডাকে চিঠি দিয়ে জানানো নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় হয়। এছাড়াও নানান বিষয় নিয়ে বঙ্গ বিজেপিতে আসন্তোসের পর, সেই আঁচ দেখা গেল পুরুলিয়াতেও l

সদ্য জেলা সভাপতি পরিবর্তনের পর গোষ্ঠীদ্বন্দ্বের আঁচ দেখা গিয়েছিল পুরুলিয়া জেলা বিজেপিতে l শুক্রবার জেলা কমিটির ও মোর্চার সহ সভাপতি সুভাষ মাহাতোর বাড়িতেই জেলা বিজেপি দলীয় কার্যালয় তৈরি হয়। যখন পুরুলিয়ায় বিজেপি একবারে শুন্য সেই সময় থেকে দুলমি-নডিহার এই দলীয় কার্যালয় থেকে বিজেপির উত্থান শুরু হয়। ২০১৮ এর পঞ্চায়েত নির্বাচন থেকে ২০১৯ এর লোকসভা নির্বাচন এখান থেকেই রাজনৈতিক রণকৌশল  তৈরি করেছিল বিজেপি। পঞ্চায়েত নির্বাচন, সাংসদ নির্বাচন তারপর বিধায়ক নির্বাচন, একের পর এক বিজেপির সাফল্য উঠে এসেছিল এই কার্যালয় থেকেই l কিন্তু এবার ঠিক পৌর নির্বাচনের মুখেই সেই দলীয়  কার্যালয়ে তালা ঝুলতে থাকায় অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব l

আরও পড়ুন, Madan Mitra: 'জাতীয় ফুল পদ্মকে অবমাননা মদনের', রহড়া থানায় অভিযোগ দায়ের করল BJP

অপরদিকে, এই ঘটনায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকন্দল আসছে বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বর l যদিও প্রকাশ্যে সেই গোষ্ঠীকন্দল মানতে নারাজ বিজেপি নেতৃত্ব l তাঁদের দাবি, আগাম পরিকল্পনা মতো কার্যালয়টি নডিহা থেকে নিমটাড়ে স্থানান্তর করা হয়েছে। তবে বলাই বাহুল্য, এই গোটা ঘটনাকে ঘিরে বিজেপি দলে অস্বস্তির পরিবেশ তৈরি হয়েছে l পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথরিয়া জানান,' পুরুলিয়ায় বিজেপির গোষ্ঠী কোন্দল অনেকদিন আগে থেকেই শুরু হয়েছে। কিছুদিন আগে আমরা শুনেছি বিজেপির পুরুলিয়ার বিধায়করা জেলা সভাপতির বিরুদ্ধে চিঠি দিয়ে জানিয়েছেন। এরপরে জেলা কমিটি ঘোষণা হওয়ার পর অফিস বন্ধ হয়ে গিয়েছে।বিজেপির গোষ্ঠী দ্বন্দ প্রকাশ্যে এসে গেছে। পুরুলিয়া জেলায় বিজেপির মাটি শেষ হয়ে গিয়েছে। কিছুদিন পর পুরুলিয়ায় বিজেপির আর কোনও অফিস থাকবে না। পুরুলিয়ায় বিজেপি পার্টিটা সাইন বোর্ড হয়ে যাবে।'

 বিষয়টি নিয়ে পুরুলিয়া বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙ্গা জানান, এখানে বিজেপির কোন গোষ্ঠী কোন্দোল নেই। দুলমী-নডিহার দলীয় কার্যালয় লোকসভা কার্যালয় হিসেবে ভাড়ায় নেওয়া হয়েছিল।এখন সেই কার্যালয় আমাদের নিমটাড়ের পুরনো দলীয় কার্যালয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তিনি মিডিয়াকে দোষারোপ করে বলেন মিডিয়া টিআরপি বাড়ানোর জন্য মিথ্যা খবর প্রচার করছে। যার বাড়িতে দীর্ঘ চার বছর ধরে বিজেপির দলীয় কার্যালয় ছিল সেই বাড়ির মালিক তথা বিজেপি ওবিসি মোর্চার রাজ্য সহ সভাপতি সুভাষ মাহাতো জানান, পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে আমার এখানেই দলীয় কার্যালয় গড়ে উঠেছিল। এখন আর কোন বড় নির্বাচন নেই বলেই অফিস পরিবর্তন করা হয়েছে। তার জেলা কমিটির নাম নেই বিষয়টি তিনি এড়িয়ে গিয়ে বলেন,  এবার অন্য কেউ যদি জেলা কমিটি থেকে বাদ পড়ছে সেটা দলের সিদ্ধান্ত। তবে পুরুলিয়ার বিজেপি নেতৃত্ব দলীয় কার্যালয়ে তালা বন্ধ করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া প্রসঙ্গে যাই বলুক না কেন। পুরুলিয়ায় বিজেপির গোষ্ঠী কোন্দল যে ক্রমশ প্রকাশ্য আসতে চলেছে তা একপ্রকার পরিষ্কার বলেই মত রাজনৈতিক মহলের।

Share this article
click me!