ঘূর্ণিঝড় বুলবুলে বিধস্ত বিস্তির্ণ এলাকা বুধবার পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। এরপরেই বসিরহাটে প্রশসনিক বৈঠকৈ ত্রাণ নিয়ে দলবাজি না করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার কয়েকঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ত্রাণ নিয়ে শুরু হয় তৃণমূল বিজেপি সংঘর্ষ।
সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের কালিতলা গ্রামে ত্রাণকে কেন্দ্র করেই সংঘর্ষ বাঁধে তৃণমূল ও বিজেপির মধ্যে। এই সংঘর্ষে আহত হন দুপক্ষের কমপক্ষে ১০ জন। তাঁদের মধ্যে ৩জনকে বসিরহাট জেলা হাসপাতালে পাঠান হয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে মণিন্দ্র মণ্ডলস নিশিথ মণ্ডল ও তপন মণ্ডলের।
অভিযোগ কালিতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপ্তি মণ্ডলের বাড়িতে গিয়েছিল কিছু বিজেপি সমর্থক। সেখানে গিয়ে ত্রাণ বন্টন নিয়ে সমন্বয় কমিটি গঠনের কথা বলেন তাঁরা। তা থেকেই শুরু হয় বাগবিতণ্ডা। বচসা থেকে থেকে পরিস্থিতি মারধরের দিকে গড়ায়। বাঁশ, লাঠি নিয়ে একের অপরের উপর হামলা চালায় দুই পক্ষ। তাতে আহত হন উভয়পক্ষের ১০ জন। আহতদের মধ্যে রয়েছে বিজেপির বুথ সভাপতি মণিন্দ্র মণ্ডলও।