মুকুট-তলোয়ার আর নয়, নিউইয়ারে এবার ৬ কেজি রুপোর তৈরি মমতার মূর্তি উপহার পেলেন অনুব্রত

Published : Jan 02, 2022, 09:52 AM ISTUpdated : Jan 02, 2022, 09:56 AM IST
মুকুট-তলোয়ার আর নয়, নিউইয়ারে এবার ৬ কেজি রুপোর তৈরি মমতার মূর্তি উপহার পেলেন অনুব্রত

সংক্ষিপ্ত

তৃণমূলের প্রতিষ্ঠা বার্ষিকীতে রুপোর তৈরি মমতার মূর্তি উপহার পেলেন অনুব্রত মন্ডল  । বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডলের হাতে সাড়ে ৬ কেজি ওজনের মমতার মূর্তি তুলে দেন বীরভূমের জেলা পারিষদের কর্মদক্ষ করিম খান ।    

তৃণমূলের প্রতিষ্ঠা বার্ষিকীতে রুপোর তৈরি মমতার মূর্তি (Silver Idol of CM Mamata Banerjee) উপহার পেলেন অনুব্রত মন্ডল (Anubrata Mondal)। বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডলের হাতে সাড়ে ৬ কেজি ওজনের মমতার মূর্তি তুলে দেন বীরভূমের জেলা পারিষদের কর্মদক্ষ করিম খান (Karim Khan) ।

 

 

নতুন বছরে ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাসাপাড়ায় প্রতিবছরের মতো এবছরও মিলন মেলার আয়োজন করা হয়। শনিবার সেই মেলার উদ্ধোধন করেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডল। উদ্ধোধনের পরেই অনুব্রত-র হাতে একেবারে ৬ কেজি ওজনের মমতার মূর্তি তুলে দেন বীরভূমের জেলা পারিষদের কর্মদক্ষ করিম খান। যার আনুমানিক মূল্য সাড়ে চার লক্ষ টাকা। নতুন বছরে  তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে এমন উপহার পেয়ে স্বাভাবিকভাবেই আনন্দে মেতে উঠেছেন অনুব্রত। মিলনমেলায় আচমকাই বামেদের তোপ দেগে অনুব্রত বলেন, দলের প্রতিষ্ঠা দিবসে মিলন মেলা একটি ঐতিহাসিক ব্যাপার। এখন আর বাসাপাড়ায় বোমা পড়ে না। গোলাগুলি চলে না। এখানে শান্তি প্রতিষ্ঠা পেয়েছে। তবে এই প্রথমবারই নয়, মিলন মেলা উপলক্ষে এর আগেও অনুব্রতের হাতে নানা উপহার তুলে দেওয়া হয়েছে। কোনওবার তাঁকে দেওয়া হয়েছে রুপোর মুকুট। আবার একবার তলোয়ারও দেওয়া হয়েছিল। তবে এবার একেবারেই পৃথক দৃশ্য দেখা গিয়েছে বীরভূমে। অনুব্রতের হাতে তুলে দেওয়া হয়েছে রুপোর তৈরি মমতার মূর্তি। 

অপরদিকে এবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবস শুধু পশ্চিমবঙ্গেই থেমে থাকেনি। দলীয় প্রতিষ্ঠান দিবস পালন করা হয়েছে ত্রিপুরা সহ হরিয়ানাতেও। দলীয় নেতা অশোক তানোয়ারের নের্তৃত্বে হরিয়ানায় প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে। উল্লেখ্য ১৯৯৮ সালের ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। এরপর পর তিনবার বিপুল ভোটে জিতে তৃতীয়বার সরকার গঠন করেছে তৃণমূল।দেশের মধ্যে একাধিক রাজ্যে এখন ত্রিপুল বিস্তার লাভ করেছে। এরমধ্যে অন্য়তম ত্রিপুরা, গোয়া, মেঘালয়। এই রাজ্যের বিধানসভা ভোটের আগেই শক্তিশালী হতে চাইছে ঘাসফুল শিবির। যাতে সেখানে সরকার গঠন করতে পারে তৃণমূল। প্রতিষ্ঠা দিবসে সকল কর্মীবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মমতা বলেনছেন, দলের সকল নেতা-কর্মীদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মা-মাটি-মানুষের পরিবার। ১৯৯৮ সালের ১ জানুয়ারি থেকে যাত্রা শুরু হয়। সেই থেকে মানুষের সেবা এবং হিত সাধনে নিয়োজিত রেখেছি। নতুন বছরে অঙ্গীকার করছি, সকল ধরণের অসাম্যের বিরুদ্ধে লড়াই করব। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Sukanta Majumdar: ‘ক্রীড়ামন্ত্রী ‘ক্রীড়া’ বানান লিখতে গিয়ে ভুল করেন!’ অরূপকে ধুয়ে দিলেন সুকান্ত
SIR West Bengal : শুনানিতে না গেলে কী হবে? চাঞ্চল্যকর মন্তব্য করল কমিশন!