'বিজেপিকে হারালেই জিনিপত্রের দাম কমবে', ফের আরও একবার শুভেন্দু-র ভিডিও বার্তা তুলে খোঁচা দিলেন কুণাল ঘোষ।
'বিজেপিকে হারালেই জিনিপত্রের দাম কমবে', ফের আরও একবার শুভেন্দু-র ভিডিও বার্তা তুলে খোঁচা দিলেন কুণাল ঘোষ। বিজেপিতে যোগদানের আগে এই কথাগুলি দিয়ে তৃণমূলের মঞ্চ কাঁপাতেন একসময় শিশির পুত্র। এদিকে এতদিন দল বদলালেও ভিডিও গুলি গুছিয়ে রেখেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। আর এদিকে এই মুহূর্তের জ্বালানীর মূল্যবৃদ্ধিতে আকাশ অন্ধকার, বাজারমূল্যে আগুন জ্বলছে, কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দাগছে বিরোধীরা। ঠিক এমনই একসময় শুভেন্দু পুরোনো ভিডিও নতুন টাইম ফ্রেমে মিলিয়ে দিয়ে ফেসবুকে পোস্ট করলেন কুণাল ঘোষ। পাছে ভিডিও দেখে মাথার ভিতরে ক্ষোভ আগুন জ্বলে কিনা, তাই এবারেও সহমর্মিতা সঙ্গে কুণাল ফের শুভেন্দুকে জানালেন, 'বার্নাল রেডি রাখো ভাই।'
'অতৃপ্ত আত্মাদের বলে দিও, আমি খুশি', শুভেন্দুকে 'রিটার্ন গিফট' কুনালের
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ শুভেন্দুর একটি ভিডিও বার্তা প্রকাশ করে লিখেছেন, 'বিজেপির যে তৎকাল আধানেতা, যিনি আমার বহুল প্রচলিত ভিডিও পোস্ট করেছেন, তাঁকে এবার আমার তরফেও রিটার্ন গিফট।বার্নাল সহ দেখো ভাই। আর তুমি বা তোমার দুই একজন অতৃপ্ত আত্মা, যাকে দিয়ে আমাদের ভিডিও পোস্ট করাচ্ছো, বলে দিও আমি খুশি। তোমাদের কম পড়লে আমি আরও দিতে পারি। আপাতত এগুলি দেখো।'
আরও পড়ুন, 'বার্নল নিয়ে বসুন ভাই', বিজেপিকে নিয়ে বেফাঁস বলতেই শুভেন্দুকে খোঁচা কুণালের
'বিজেপিকে হারালে জিনিসপত্রের দাম আরও অনেক কমবে', পুরোনো কাসুন্দিতে শুভেন্দু
কুণালের আপলোড করা ভিডিও-তে শুভেন্দু বলছেন, 'কটা দিন পরেই কেন্দ্রের সরকার বদল করতে হবে। উত্তরপ্রদেশ ত্রিপুরাতে বিজেপি জিতলে রান্নার গ্যাস , পেট্রোল, ডিজেলের দাম বাড়ে। আর যখন মধ্যপ্রদেশ , ছত্রিশগড়ে হারে তখন রান্নার গ্যাস , পেট্রোল, ডিজেলের দাম কমে যায়। তাই বিজেপিকে হারালে জিনিসপত্রের দাম আরও অনেক কমবে।' উল্লেখ্য, এই একই পথের পথিক শুভেন্দুরাও। মাঝেমধ্য়েই সোশ্যাল মিডিয়ায় বাবুল সুপ্রিও পুরনো ভিডিও আপলোড হচ্ছে। দলবদলের আগে বাবুল যখন বলতেন, 'এই তৃণমূল আর নয়, আর নয়।' বোঝাই যাচ্ছে কেউ একটা বলও মিস করতে রাজি নয়। 'রিটার্ন গিফট'-খেলায় মেতেছে গেরুয়া-সবুজ।
আরও পড়ুন, পাখির চোখ আসানসোল, আজ শত্রুঘ্ন সিনহার হয়ে রোড শোয়ে প্রচারে ঝড় তুলবেন অভিষেক
শুভেন্দুকে জোর নিশানা কুণালের
প্রসঙ্গত, গত ২০২১ এর শেষের দিকে আকাশ ছোঁয়া জ্বালানীর দামে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছিল। তখন দেশের সাধারণ মানুষকে দীপাবলির উপহার দেন নরেন্দ্র মোদী। লিটার প্রতি পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমায় কেন্দ্র। কিন্তু বাইশ সালে দাঁড়িয়ে নির্বাচন মিটতেই ফের দেশের জ্বালানীর দামে আগুন লেগেছে।বিশেষজ্ঞরা ধরে নিয়েছিলেন ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর পরেই জ্বালানির মূল্যবৃদ্ধির পথে হাঁটবে মোদী সরকার। আর সেই অনুমানটাই সত্যি হয়েছে। এদিকে জ্বালানীর দাম আকাশ ছুতেই বাজারমূল্যের আগুন লেগেছে। আর এমনই এক মোক্ষম সময়ে শুভেন্দু ভিডিও পোস্ট করে বিজেপি তথা শুভেন্দুকে জোর নিশানা করেছেন কুণাল ঘোষ।