ফোন ধরলেই গুলির আওয়াজ, লাগাতার হুমকিতে নাজেহাল তৃণমূল নেতা

  • পূর্ব বর্ধমানের কালনার ঘটনা
  • তৃণমূল নেতাকে একাধিক হুমকি ফোন
  • ফোনের মধ্যে শোনানো হচ্ছে গুলির আওয়াজ
  • অভিযোগের তির বিজেপি-র দিকে

গভীর রাতে বেজে উঠছে মোবাইল। তা ধরলেই উল্টো দিক থেকে ভেসে আসছে গুলির শব্দ। এভাবে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন কালনার ২ নম্বর ব্লক সভাপতি প্রণব রায়। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তৃণমূল নেতা। তাঁর অভিযোগ, এই হুমকির নেপথ্যে রয়েছে বিজেপি। 

প্রণববাবুর অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে থেকেই তাঁকে এরকম হুমকি দেওয়া হচ্ছিল। ফোন করে চাপা স্বরে খুনের হুমকি দেওয়ার পাশাপাশি গুলির আওয়াজ শোনানো হয় বলে অভিযোগ তৃণমূল নেতার। তাঁর দাবি, মাঝে বেশ কিছুদিন ওই হুমকি ফোন আসা বন্ধ ছিল। কিন্তু গত চার, পাঁচ দিন ধরে ফের ফোন আসা শুরু হয়েছে। 

Latest Videos

তৃণমল নেতার দাবি, একাধিক নম্বর থেকে ফোন করে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। নম্বর ব্লক করে দিলেও নতুন নতুন নম্বর থেকে ফোন করে গুলির আওয়াজ শোনানো হচ্ছে। সঙ্গে বিজেপি-র বিভিন্ন স্লোগানও শোনানো হচ্ছে বলে অভিযোগ তৃণমূল নেতার। পুলিশের কাছে এরকম আঠারোটি নম্বর তিনি তুলে দিয়েছেন। প্রণববাবু বলেন,'আমি যে নম্বরটি ব্যবহার করি, তাতে সারাদিনই সাধারণ মানুষ ফোন করেন। ফলে ওই নম্বর বদলে ফেললে বা বন্ধ করে দিলেই এলাকার বাসিন্দারাই অসুবিধায় পড়বেন।'
তৃণমূল নেতার দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে  কালনা থানার পুলিশ। স্থানীয় বিজেপি নেতাদের অবশ্য দাবি, এর সঙ্গে তাঁদের দলের কোনও সম্পর্ক নেই। পুলিশ যথাযথ তদন্ত করলেই আসল সত্যি বেরিয়ে আসবে।

Share this article
click me!

Latest Videos

পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য Canning-এ | South 24 Parganas News
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
অবশেষে নির্ধারিত হলো RG Kar মামলার রায় ঘোষণার দিন! শেষ পরিণতি কী হবে, অপেক্ষায় পুরো রাজ্য | RG Kar
Suvendu Adhikari : 'ক্ষমতায় এলেই জঙ্গি মুক্ত বাংলা গড়ব' হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর
'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর | Adhir on Mamata