বিক্রি করা হচ্ছে মাতলা নদীর চর, তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ খোদ বিধায়কের

Published : Oct 01, 2020, 03:03 PM IST
বিক্রি করা হচ্ছে মাতলা নদীর চর, তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ খোদ বিধায়কের

সংক্ষিপ্ত

ক্যানিং এ মাতলা নদীর চরে বহিরাগতদের বাস ভিনদেশিদের কাছে জমি দখল করে বিক্রির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুললেন খোদ বিধায়ক  

ক্যানিং এ মাতলা নদীর চরে বহিরাগতদের বাস, ভিনদেশিদের কাছে জমি দখল করে বিক্রির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ তুললেন খোদ বিধায়ক। ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্যামল মন্ডল অভিযোগ তুলেছেন নিজের দলের কর্মীদের বিরুদ্ধেই। তার অভিযোগ দিনের পর দিন ক্যানিং এর মাতলা নদীর চরে বেআইনি ভাবে জমি দখল করে তা প্রতিবেশীদের দেশ থেকে আগত বহিরাগত মানুষদের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। 

গত কয়েক বছর ধরে এই এলাকায় বেআইনি ভাবে জমি দখল চলছে স্থানীয় তৃণমূল নেতাদের মদতে। বিধায়ক এর এই অভিযোগ যে এই সব এলাকায় বেআইনি কাজ হতে পারে। বিধায়কের কথায় সম্মতি দিয়েছে বিজেপি ও। এলাকার সাধারণ মানুষ জানিয়েছেন এই নদীর চরে বহিরাগত লোকজন থাকছেন। তাদের অনেককেই কেউ চেনেন না। এখনকার বাসিন্দারা জানিয়েছেন তারা বাইরে থেকে এসেছেন, ভোটার কার্ড বা প্রয়োজনীয় নথি তাদের কাছে নেই।

স্বাভাবিকভাবেই এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে  বিরোধীরাও। এর আগেই ক্যানিংয়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দল  প্রকাশ্য়ে চলে এসেছে। এবার খোদ বিধায়ক তৃণমূলের নেতাদের বিরুদ্ধে সরব হওয়ায় অস্বস্তি বাড়ল খোদ দলে।

PREV
click me!

Recommended Stories

Asha Workers Protest News: কলকাতার পর এবার বসিরহাট! আশা আন্দোলনে লাগাতার চাপ রাজ্য সরকারের উপর
রাজ্যে পিছিয়ে যেতে পারে ভোট! SIR নিয়ে আশঙ্কার পাশাপাশি হিরণের বিয়ে নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের