Purulia Trinamool: দুর্নীতির অভিযোগে RTI, কেস ফাইল হতেই গা ঢাকা দিলেন পঞ্চায়েত প্রধান

আরটিআই হতেই ভয়ে ঝালদা ১ ব্লকের বিডিও কাছে পদত্যাগ পত্র দিয়ে গা ঢাকা দিয়েছেন ঝালদা দড়দা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজয় লায়া।

পুরুলিয়ায় তৃণমূলের(trinamool) গোষ্ঠীদ্বন্দ্ব যেন ক্রমেই বাঁধ ভাঙছে। যার জেরে ক্রমেই চাপ বাড়ছে শীর্ষ নেতৃত্বের উপর। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত প্রধানের(Panchayet Pradhan) বিরুদ্ধে দায়ের হল RTI বিডিওর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ভয়ে গা ঢাকা দিলেন তৃণমূল কংগ্রেস(Trinamool-Congress) থেকে নির্বাচিত প্রধান। অচল হয়ে গেল গ্রাম পঞ্চায়েত(Panchayet)। নাজেহাল সাধারণ মানুষ। চাপে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

সূত্রের খবর, পুরুলিয়ায়(Purulia) ঝালদা ১ নম্বর ব্লক এলাকায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জের এখনও চলছেই। এবার ঝালদা দড়দা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের এক গোষ্ঠীর পক্ষ থেকে দায়ের ল RTI আরটিআই হতেই ভয়ে ঝালদা ১ ব্লকের বিডিও কাছে পদত্যাগ পত্র দিয়ে গা ঢাকা দিয়েছেন ঝালদা দড়দা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজয় লায়া। প্রধান বেপাত্তা হতেই বিভিন্ন কাজে পঞ্চায়েতে গিয়ে হয়রান কাজে হচ্ছেন সাধারন মানুষ। হচ্ছে না উন্নয়ন মুলক কোন কাজ। অবস্থা বেগতিক দেখে অবস্থা বুঝে ব্লক প্রশাসন করল হস্তক্ষেপ। বিডিও ডাকলেন মিটিং। এবার বিডিও তথা প্রশাসনিক হস্তক্ষেপে চলবে পঞ্চায়েত। এমনই সিদ্ধান্ত নিয়েছেন বিডিও। যা নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছে পুরুলিয়ার রাজনৈতিক মহলে।

Latest Videos

আরও পড়ুন-রাজনীতির হাতেখড়ি মন্ত্রী মায়ের হাত ধরেই, একনজরে শশী কন্যা পূজার রাজনৈতিক উত্থান

এদিকে এও জানা যাচ্ছে গত ১৬ ই নভেম্বর ঝালদা দড়দা গ্রাম পঞ্চায়েত প্রধান বিজয় লাইয়া ঝালদা এক নম্বর ব্লকের বিডিওর কাছে পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারন দেখিয়ে নিজের পদত্যাগ পত্র জমা করেন। যার জেরে গত ৮ই ডিসেম্বর প্রধানকে মিটিংয়ে উপস্থিত থাকার চিঠি করা হলেও প্রধান মিটিংয়ে অনুপস্থিত থাকায় এই সিদ্ধান্ত বলে জানান ঝালদা ১নং ব্লকের BDO রাজকুমার বিশ্বাস। যদিও বিষয়টি নিয়ে উপপ্রধান শেখ শাহজামাল বলেন।, আমাদের নিজেদের গোষ্ঠীদ্বন্দের ফলেই আজ প্রধান গা ঢাকা দিয়েছেন।এটা ষড়যন্ত্র না অন্য কোন রহস্য তা সময়ই বলবে। আমরা জানি পঞ্চায়েত প্রধানকে RTI এর ভয় দেখানো হয়েছে। এই পঞ্চায়েতে কোনও দুর্নীতি হয়নি। এর আগেও RTI -এর জবাব দেওয়া হয়েছে। আসলে তারা তৃণমূলের হলেও এলাকার উন্নয়ন চায়না। আজ পঞ্চায়েত প্রধান না থাকায় এলাকার মানুষ হয়রানি হচ্ছে। তাই পঞ্চায়েত কি ভাবে চলবে BDO ঠিক করবেন। তাতে আমাদের কোনও আপত্তি নেই। এলাকার মানুষ পরিষেবা পেলেই হল।এদিকে বিষয়টি নিয়ে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া জানান, প্রধান কোন কারনে সরে গেছেন। বর্তমানে উপপ্রধানকে প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রশাসনের সাথে পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া

Share this article
click me!

Latest Videos

শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari