উন্নয়নের লক্ষ্যে রামপুরহাটে শতাব্দী রায়, কোভিডের তৃতীয় তরঙ্গ মোকাবিলায় তৎপর সাংসদ

Published : Jun 09, 2021, 08:10 PM IST
উন্নয়নের লক্ষ্যে রামপুরহাটে শতাব্দী রায়, কোভিডের তৃতীয় তরঙ্গ মোকাবিলায় তৎপর সাংসদ

সংক্ষিপ্ত

লোকসভার প্রস্তুতি শুরু করেদিলেন শতাব্দী রায়  রামপুরে ভোট কমার কারণ খতিয়ে দেখতে চান  তদন্ত করে দেখতে চান বলেও জানিয়েছেন সাংসদ  বীরভূমের করোনা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন 

মানুষের দাবি মতো উন্নয়ন করার পরও রামপুরহাটের মানুষ কেন তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তা পর্যালোচনা করা প্রয়োজন। বুধবার কোভিড তৃতীয় ঢেউ নিয়ে আলোচনা করতে এসে একথা বলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়।

তিনদিন ধরে বীরভূমের বিভিন্ন পুরসভা ঘুরে এলাকার সমস্যা, কোভিড তৃতীয় ঢেউ নিয়ে আগাম কি প্রস্তুতি নেওয়া যায় তা নিয়ে রামপুরহাট পুরসভায় আলোচনায় বসেন সাংসদ শতাব্দী রায়। উপস্থিত ছিলেন রামপুরহাট বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, রামপুরহাট স্বাস্থ্য জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান পুরপ্রশাসক মীনাক্ষী ভকত সহ প্রশাসক বোর্ডের কো-অর্ডিনেটররা। বৈঠক শেষে শতাব্দী বলেন, “কোভিড তৃতীয় ঢেউ নিয়ে আলোচনা হল। মুখ্যস্বাস্থ্য আধিকারিক কিছু দাবি জানিয়েছেন। এছাড়া বেশ কিছু দাবি উঠে এসেছে। ফিরে গিয়ে হিসেবনিকেশ করে জিনিসপত্র পাঠাব”।

বিধানসভায় রামপুরহাট পুরসভায় তৃণমূলের পরাজয় প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংসদ বলেন, “আমি রামপুরহাট শহরের উন্নয়ন শুরু করেছিলাম। এরপর আমি সাংসদ তহবিলের টাকায়, আশিস বন্দ্যোপাধ্যায় বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু তারপরও মানুষ কেন আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তা পর্যালোচনা করা প্রয়োজন। আমি তিনবার সাংসদ হয়েছি। তারপরেও কেন ভোটের হার কমছে- এর রহস্যটা কি তা তদন্ত করতে হবে। শহরের মানুষ কি ছাইছেন তা আমাদের খুঁজে বের করতে হবে”।

পাশাপাশি তিনি জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে সংসদে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, “এর আগে সংসদে রাস্তা সংস্কারের দাবি তোলা হয়েছিল। তারপর সংস্কার শুরু হয়েছিল। কিন্তু তারপর ফের বন্ধ হল কেন তা জানতে চাইব”।

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ