উন্নয়নের লক্ষ্যে রামপুরহাটে শতাব্দী রায়, কোভিডের তৃতীয় তরঙ্গ মোকাবিলায় তৎপর সাংসদ

লোকসভার প্রস্তুতি শুরু করেদিলেন শতাব্দী রায় 
রামপুরে ভোট কমার কারণ খতিয়ে দেখতে চান 
তদন্ত করে দেখতে চান বলেও জানিয়েছেন সাংসদ 
বীরভূমের করোনা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন 

মানুষের দাবি মতো উন্নয়ন করার পরও রামপুরহাটের মানুষ কেন তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তা পর্যালোচনা করা প্রয়োজন। বুধবার কোভিড তৃতীয় ঢেউ নিয়ে আলোচনা করতে এসে একথা বলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়।

তিনদিন ধরে বীরভূমের বিভিন্ন পুরসভা ঘুরে এলাকার সমস্যা, কোভিড তৃতীয় ঢেউ নিয়ে আগাম কি প্রস্তুতি নেওয়া যায় তা নিয়ে রামপুরহাট পুরসভায় আলোচনায় বসেন সাংসদ শতাব্দী রায়। উপস্থিত ছিলেন রামপুরহাট বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, রামপুরহাট স্বাস্থ্য জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান পুরপ্রশাসক মীনাক্ষী ভকত সহ প্রশাসক বোর্ডের কো-অর্ডিনেটররা। বৈঠক শেষে শতাব্দী বলেন, “কোভিড তৃতীয় ঢেউ নিয়ে আলোচনা হল। মুখ্যস্বাস্থ্য আধিকারিক কিছু দাবি জানিয়েছেন। এছাড়া বেশ কিছু দাবি উঠে এসেছে। ফিরে গিয়ে হিসেবনিকেশ করে জিনিসপত্র পাঠাব”।

Latest Videos

বিধানসভায় রামপুরহাট পুরসভায় তৃণমূলের পরাজয় প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংসদ বলেন, “আমি রামপুরহাট শহরের উন্নয়ন শুরু করেছিলাম। এরপর আমি সাংসদ তহবিলের টাকায়, আশিস বন্দ্যোপাধ্যায় বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু তারপরও মানুষ কেন আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তা পর্যালোচনা করা প্রয়োজন। আমি তিনবার সাংসদ হয়েছি। তারপরেও কেন ভোটের হার কমছে- এর রহস্যটা কি তা তদন্ত করতে হবে। শহরের মানুষ কি ছাইছেন তা আমাদের খুঁজে বের করতে হবে”।

পাশাপাশি তিনি জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে সংসদে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, “এর আগে সংসদে রাস্তা সংস্কারের দাবি তোলা হয়েছিল। তারপর সংস্কার শুরু হয়েছিল। কিন্তু তারপর ফের বন্ধ হল কেন তা জানতে চাইব”।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের | PM Modi News
'হাসিনাকে চাই! তোদের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত' ক্ষমতা বুঝিয়ে দিলেন Suvendu Adhikari
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari