
তৃণমূল করলেই মিলবে সরকারি জমি দখল করে নির্মাণের অধিকার। শাসক দলের সদস্য হলেই মিলবে সরকারি সাবসিডি। শাসক দলের সদস্য হওয়ার সুবাদে দীর্ঘদিন পশ্চিমবঙ্গ সরকারের ইরিগেশন দপ্তরের জমি দখল করে বেআইনি ভাবে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন এলাকারই এক তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তুলসিহাটা গ্রাম পঞ্চায়েত এলাকায়।
অভিযোগ সন্তোষ রায় নামে এক তৃণমূল কর্মী দীর্ঘদিন ধরে শাসক দলের কর্মী হওয়ার সুবাদে গায়ের জোরেই তুলসিহাটা সদর এলাকার ইরিগেশন দপ্তরের একটি জমি দখল করে রয়েছেন। এলাকার বাসিন্দারা এ ব্যাপারে সন্তোষ বাবুকে বলতে গেলে উনি দলের নেতাদের নাম নিয়ে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ।
এমনকি সম্প্রতি এলাকার তৃণমূল হিন্দিভাষী সেলের ব্লক সভাপতি, শাসকদলের অঞ্চল চেয়ারম্যান, তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের শাসকদলের উপ-প্রধানকেও হুমকি দেওয়া হয়। তাঁরা সন্তোষ বাবুকে ওই জমি খালি করার কথা বলতে গেলে এই হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই নিয়ে শুরু হয় বচসা, পরে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।