সুয়েট নয়, নিজেদের প্রবেশিকা পদ্ধতিতেই ভরসা রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির

ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় সোমবার বলেন, ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয় স্নাতকস্তরের ছাত্রছাত্রীদের ভর্তির জন্য রাজ্যের উচ্চশিক্ষা পর্ষদের নির্দেশিকা মেনেই পরীক্ষা গ্রহণ করেছে। 

Ishanee Dhar | Published : Sep 18, 2022 10:13 PM IST

সুয়েটকে না রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর। কমন ইউনভার্সিটি এন্ট্রান্স টেস্ট বা সুয়েট মানল না রাজ্যের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো। প্রেসিডেন্সি, যাদবপুর, কলকাতা থেকে ডায়মন্ডহারবার বিশ্ববিদ্যালয়-- সকলেই নতুন শিক্ষাবর্ষে স্নাতকের ছাত্রছাত্রীদের ভর্তির জন্যে ভরসা রাখল নিজেদের ভর্তি-পদ্ধতিতেই। যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। 

ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় সোমবার বলেন, ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয় স্নাতকস্তরের ছাত্রছাত্রীদের ভর্তির জন্য রাজ্যের উচ্চশিক্ষা পর্ষদের নির্দেশিকা মেনেই পরীক্ষা গ্রহণ করেছে। 

Latest Videos

বিষয়টি নিয়ে বিশদে মুখ খুলেছেন ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন ' রাজ্যের একটি বিশ্ববিদ্যালয় হিসেবে, আমরা রাজ্যের উচ্চশিক্ষা পর্ষদের দ্বারা নির্ধারিত যে নির্দেশিকা সেই নির্দেশিকা মেনে স্নাতকস্তরের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বাধ্য। সুয়েটের কোনও প্রশ্ন নেই। অন্য কোনও মেধাতালিকারও কোনও প্রশ্ন নেই।

রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোর জন্যে প্রযুক্ত নীতি-নৈতিকতার প্রতি যাদবপুর বিশ্ববিদ্যাল্যের দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য সরকারের অধীনস্থ এই বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই বিভিন্ন বিভাগের জন্য স্নাতক-স্তরের প্রবেশিকা পরীক্ষা গ্রহণ করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় টিচার্স অ্যাসোসিয়েশন বা জুটার মুখপাত্র পার্থপ্রতিম রায় এমনটাই জানিয়েছেন। তিনি আরও বলেছেন, 'যাদবপুরের মতো একটি প্রতিষ্ঠানে কোনওভাবে সুয়েটের মত একটি প্রবেশিকা-পদ্ধতি অনুসরণ করা হবে না। যাদবপুর যথেষ্ট উচ্চমানের একটি প্রবেশিকা পদ্ধতি গ্রহণ করে থাকে। যাদবপুরের বিজ্ঞান-কলা এবং ইঞ্জিনিয়ারিং এই তিন ক্ষেত্রেই পড়াশোনার মান অত্যন্ত উচ্চমানের। সেখানে সুয়েটের মত পদ্ধতি কোনওভাবেই অনুসরণ করা হবে না। 

শুধু যাদবপুর কিংবা ডায়মন্ডহারবার নয়, সেন্ট জেভিয়ার্স কলেজও নিজেদের ভর্তি প্রক্রিয়ার জন্য, নিজেদের প্রবেশিকার উপরেই ভরসা রেখেছে।
 

Share this article
click me!

Latest Videos

'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose
'চোর-চোর' তৃণমূলের পতাকা দেখেই জ্বলে উঠলেন শুভেন্দু! কি হল দেখুন | Suvendu Adhikari on TMC |
RG Kar কাণ্ডে আবারও একাধিক কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের! আসন্ন মিছিলে অংশগ্রহনের আবেদন | RG Kar
মাদারিহাট উপনির্বাচনের প্রচারে ঝড় তুললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Madarihat | BJP