মর্মান্তিক মৃত্যু বাঙালি জওয়ানের, ৬ঘন্টা পর উদ্ধার নিথর দেহ

Published : Jul 20, 2021, 02:41 PM IST
মর্মান্তিক মৃত্যু বাঙালি জওয়ানের, ৬ঘন্টা পর উদ্ধার নিথর দেহ

সংক্ষিপ্ত

ছুটিতে বাড়ি ফিরে মর্মান্তিক মৃত্যু সিআইএসএফ জওয়ানের। পুরুলিয়া শহরের সাহেব বাঁধ সরোবরে স্নান করতে নেমে তলিয়ে গেলেন ওই জওয়ান।

ছুটিতে বাড়ি ফিরে মর্মান্তিক মৃত্যু সিআইএসএফ (CISF) জওয়ানের। পুরুলিয়া শহরের সাহেব বাঁধ সরোবরে স্নান করতে নেমে তলিয়ে গেলেন ওই জওয়ান । জানা যায় ২৭ বছর বয়সী ওই জওয়ানের নাম সুমন মুখোপাধ্যায়। বাড়ি পুরুলিয়া শহরের ৫ নম্বর ওয়ার্ডের নিমটাঁড় এলাকায়। উত্তরাখন্ডে কর্মরত ছিলেন তিনি । দীর্ঘদিন পর ছুটিতে শনিবার বাড়ি ফেরেন। 

মঙ্গলবার সকালে বন্ধু বান্ধবদের সাথে পুরুলিয়া শহরের সাহেব বাঁধ সরোবরে স্নান করতে যান ওই জওয়ান। এরপরই জলে তলিয়ে যান তিনি। বন্ধুরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করলেও হদিশ মেলেনি তাঁর। এরপরই তাঁর বন্ধুরা স্থানীয় সদর থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। মাছুয়ারদের মাধ্যমে সাহেব বাঁধ সরোবরে তল্লাশি চালালেও দীর্ঘক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও, জওয়ানকে উদ্ধার করা যায়নি। 

অবশেষে ঘটনাস্থলে পৌঁছান বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। টানা তল্লাশি চালিয়ে প্রায় ৬ ঘন্টা পরে সাহেব বাঁধ সরোবর থেকে নিথর দেহ উদ্ধার হয় জওয়ানের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া শহরে।

PREV
click me!

Recommended Stories

চিংড়িঘাটায় ৩৬৬ মিটার 'জট' কাটবে? কলকাতা মেট্রো-সহ সবপক্ষকেই বুধবার বৈঠকে বসতে নির্দেশ
'সেমিফাইনাল SIR, ৬০ লক্ষ বাদ'! উলুবেড়িয়ায় দাঁড়িয়ে ১ কোটি নোটিশের হুঁশিয়ারি শুভেন্দুর