মর্মান্তিক মৃত্যু বাঙালি জওয়ানের, ৬ঘন্টা পর উদ্ধার নিথর দেহ

ছুটিতে বাড়ি ফিরে মর্মান্তিক মৃত্যু সিআইএসএফ জওয়ানের। পুরুলিয়া শহরের সাহেব বাঁধ সরোবরে স্নান করতে নেমে তলিয়ে গেলেন ওই জওয়ান।

Parna Sengupta | Published : Jul 20, 2021 9:11 AM IST

ছুটিতে বাড়ি ফিরে মর্মান্তিক মৃত্যু সিআইএসএফ (CISF) জওয়ানের। পুরুলিয়া শহরের সাহেব বাঁধ সরোবরে স্নান করতে নেমে তলিয়ে গেলেন ওই জওয়ান । জানা যায় ২৭ বছর বয়সী ওই জওয়ানের নাম সুমন মুখোপাধ্যায়। বাড়ি পুরুলিয়া শহরের ৫ নম্বর ওয়ার্ডের নিমটাঁড় এলাকায়। উত্তরাখন্ডে কর্মরত ছিলেন তিনি । দীর্ঘদিন পর ছুটিতে শনিবার বাড়ি ফেরেন। 

Latest Videos

মঙ্গলবার সকালে বন্ধু বান্ধবদের সাথে পুরুলিয়া শহরের সাহেব বাঁধ সরোবরে স্নান করতে যান ওই জওয়ান। এরপরই জলে তলিয়ে যান তিনি। বন্ধুরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করলেও হদিশ মেলেনি তাঁর। এরপরই তাঁর বন্ধুরা স্থানীয় সদর থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। মাছুয়ারদের মাধ্যমে সাহেব বাঁধ সরোবরে তল্লাশি চালালেও দীর্ঘক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও, জওয়ানকে উদ্ধার করা যায়নি। 

অবশেষে ঘটনাস্থলে পৌঁছান বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। টানা তল্লাশি চালিয়ে প্রায় ৬ ঘন্টা পরে সাহেব বাঁধ সরোবর থেকে নিথর দেহ উদ্ধার হয় জওয়ানের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া শহরে।

Share this article
click me!

Latest Videos

পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র
'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood
অবশেষে ধর্না প্রত্যাহারের সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের, দেখুন কী বললেন তাঁরা | Junior Doctors
পরনে উর্দি, অথচ পা টলোমলো! রায়গঞ্জের রাস্তায় মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর উৎপাত | Raiganj News Today
স্বাস্থ্য দফতরের পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে সরব Suvendu Adhikari | R G Kar Case