Maynaguri Train Accident: দুমাসের মেয়েকে দেখা হল না ট্রেন দুর্ঘটনায় মৃত সুভাষের

উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বৃহস্পতিবার রাতে ট্রেনটির পৌঁছনোর কথা ছিল অসমের গুয়াহাটিতে। কিন্তু, আর গন্তব্যে পৌঁছনো হয়নি।

ময়নাগুড়িতে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল নিশিগঞ্জ সংলগ্ন দেওয়ানবস এলাকার এক যুবকের। মৃতের নাম সুভাষ রায়(৩২)। জানা গিয়েছে, জয়পুরে একটি বেসরকারি কোম্পানিতে ৮ মাস আগে কাজ করতে গিয়েছিলেন। দুই মাসের কন্যা সন্তানকে দেখতে গ্রামের বাড়ি ফিরছিলেন তিনি। তাঁর মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। 

অন্যদিকে, ময়নাগুড়িতে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল কোচবিহার-১ ব্লকের চান্দামারি গ্রামের যুবকের। মৃতের নাম চিরঞ্জিৎ বর্মন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

Latest Videos

বৃহস্পতিবার বিকেলে শিলিগুড়ির কাছে ময়নাগুড়িতে বিকেল ৫টা নাগাদ হঠাৎ লাইনচ্যুত হয়ে যায় বিকানের এক্সপ্রেস। উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বৃহস্পতিবার রাতে ট্রেনটির পৌঁছনোর কথা ছিল অসমের গুয়াহাটিতে। কিন্তু, আর গন্তব্যে পৌঁছনো হয়নি। তার আগেই জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ময়নাগুলির কাছে লাইনচ্যূত হয়ে যায় ট্রেনটি (Train)। ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হন সেখানকার স্থানীয় বাসিন্দারা। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। আহত হয়েছেন ৪২ জন। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল ও জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। 

দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে দুমড়ে মুচড়ে যায় ট্রেনের বেশ কয়েকটি কামরা। কোনওটা আবার অন্য একটি কামরার উপর উঠে যায়। আর একটি কামরা লাইনচ্যুত হওয়ার পর পড়ে যায় জলে। ঘটনার খবর পাওয়ার পরই শুরু হয় উদ্ধারকাজ। গ্যাস কাটার দিয়ে কেটে ট্রেনের মধ্যে থেকে আহত ও মৃতদের দেহ উদ্ধার করা হয়। আজ সকালেই শেষ হয়ে যায় উদ্ধারকাজ। তারপর লাইন থেকে ক্ষতিগ্রস্ত কামরাগুলিকে সরানোর কাজ শুরু হয়। এমনকী, আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পাশাপাশি সকালে দুর্ঘটনাস্থলে যান আলিপুরদুয়ারের সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। 

এই দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল। গুরুতর আহতরা পাবেন ১ লক্ষ টাকা করে। অল্প বিস্তর চোট পেয়েছেন যাঁরা, তাঁদের ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) পরিস্থিতি বিশদে জানানো হয়েছে। সিগনাল বা পয়ন্টের সমস্যা নয়, লাইনের ত্রুটি থেকেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তের পর ধারণা রেল আধিকারিকদের। 

Share this article
click me!

Latest Videos

‘আমি মনে করি Firhad Hakim একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য Satyen Roy-এর, দেখুন
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য Canning-এ | South 24 Parganas News
PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি