ইলিশের খোঁজে গিয়ে ফের বিপত্তি, ১৮ জন মৎস্যজীবী সহ নিখোঁজ ট্রলার

গত শুক্রবার ইলিশের খোঁযে বঙ্গোপসাগরের গভীরে যায় এফবি সত্যনারায়ণ নামের একটি ট্রলার। ১৮ জন মৎস্যজীবী সহ কাকদ্বীপ-নামখানা এলাকায় নিখোঁজ হয় যায় ট্রলারটি।
 

Ishanee Dhar | Published : Aug 19, 2022 9:25 AM IST

বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়ে নিখোঁজ ট্রলার। ১৮ মৎস্যজীবী সহ নিখোঁজ ট্রলার। কাকদ্বীপ মৎস্যজীবী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জানিয়েছে গত ১৬ অগাস্ট বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়েছিল এফবি সত্যনারায়ণ নামের ট্রলারটি। 
গত শুক্রবার ইলিশের খোঁযে বঙ্গোপসাগরের গভীরে যায় এফবি সত্যনারায়ণ নামের একটি ট্রলার। ১৮ জন মৎস্যজীবী সহ কাকদ্বীপ-নামখানা এলাকায় নিখোঁজ হয় যায় ট্রলারটি। সূত্রের খবর আবহাওয়া খারাপ হওয়ার কারণে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলিকে ফিরে আসতে বলা হয়। জানা যাচ্ছে এই সময়ই  সুন্দরবন ব্যাঘ্রপ্রকল্পের অন্তর্গত কেঁদো দ্বীপের কাছে ডোবা চরে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে গিয়েছে।

আরও পড়ুন - কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে মৎসজীবী, লাঠি চালিয়েও হল না লাভ, বন্ধুর দেহ নিয়ে বাকিরা ফিরল গ্রামে 


গত ১৬ অগাস্ট কাকদ্বীপ মৎস্যবন্দর থেকে বঙ্গোপসাগরের গভীরে ইলিশ ধরতে গিয়েছিল এফবি সত্যনারায়ণ নামের ট্রলারটি। আবহাওয়া খারাপ হওয়ায় ১৭ তারিখের মধ্যে কিনারায় ফিরতে বলা হয় ট্রলারগুলিকে। এই বার্তা পেয়ে ফেরার পথেই দুর্ঘটনার মুখে পরে ট্রলারটি বলে জানা। যাচ্ছে। 
সূত্র মারফত জানা যাচ্ছে ওই দ্বীপের কাছে আশ্রয় নেওয়া বাকি ট্রলার গুলির কর্মীরায় নিখোঁজদের সন্ধান চালাচ্ছে। 

আরও পড়ুন - বন দপ্তরের গোপন অভিযানেই সাফল্য, গরুমারায় হরিণের মাংস সহ আটক ২

Share this article
click me!