কেন্দ্রীয় রক্ষী প্রত্যাহারের আবেদন জানিয়ে চিঠি ২ BJP বিধায়কের, ফের দল বদলের ইঙ্গিতে জল্পনা তুঙ্গে

কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী প্রত্যাহার করার আবেদন জানিয়ে চিঠি বাঁকুড়ার দুই বিজেপি বিধায়কের। ফের কি হতে চলেছে শিবির বদল, স্বাভাবিকভাবেই এই ঘটনায় জল্পনা তুঙ্গে।  

কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী প্রত্যাহার করার আবেদন জানিয়ে চিঠি বাঁকুড়ার দুই বিজেপি বিধায়কের (Bnakura BJP MLA)। স্বাভাবিকভাবেই এই ঘটনায় জল্পনা তুঙ্গে। ইতিমধ্য়েই বিজেপি দলের একের পর এক অর্ন্তকলহ প্রকাশ্যে আসছে। দলের আভ্যন্তরীণ ক্ষোভ ক্রমশ তীব্রতর হচ্ছে। দলের সংগঠন নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিচ্ছেন বাঁকুড়ার বিজেপির একাধিক বিধায়ক। দলের বিভিন্ন সাংগঠনিক গ্রুপ থেকে বেরিয়ে যাওয়া এবং দলের নতুন সভাপতিদের বদলের দাবি নিয়ে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে চিঠি দিয়ে ক্ষোভ প্রকাশ। একের পর এক ঘটনায় দলের বিরুদ্ধেই বিদ্রোহী হয়ে উঠছেন বিজেপির বাঁকুড়া জেলার দুই বিজেপি বিধায়ক। যার জেরে বিজেপির মধ্যে অর্ন্তকলহ ক্রমশ বিস্তার হচ্ছে। ফের কি হতে চলেছে শিবির বদল,  স্বাভাবিকভাবেই এই ঘটনায় জল্পনা তুঙ্গে।  

কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী প্রত্যাহার করার আবেদন জানিয়ে চিঠি বাঁকুড়ার দুই বিজেপি বিধায়কের

Latest Videos

গেরুয়া শিবিরের এহেন পরিস্থিতিতেই এবার আরও এক বিস্ফোরক তথ্য  সামনে এসেছে। বাঁকুড়া জেলার দুই বিজেপি বিধায়কের দেহরক্ষীর দায়িত্বে থাকা কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী প্রত্যাহারের চিঠি ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে।  কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করার আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন বাঁকুড়ার দুই বিজেপি বিধায়ক। বাঁকুড়া জেলার দুই বিধায়ক  ওন্দার বিজেপি বিধায়ক অমর নাথ শাখা ও ইন্দাস বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নির্মল ধাড়া। এই দুই বিজেপি বিধায়ক ব্যাক্তিগত কারণ দেখিয়ে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী ছাড়তে চেয়েছেন বলেই চিঠি দিয়েছেন সংশ্লিষ্ট জায়গায়। এই দুই বিধায়ক  কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের প্রত্যাহার করতে চিঠি দিয়েছেন তা স্বীকার করেছেন  বিজেপি বিধায়ক অমর নাথ শাখা। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের পর  সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলার ৮ বিজেপি বিধায়কের নিরাপত্তার দায়িত্বে রাজ্য পুলিশের বদলে দেওয়া হয় কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের। বিজেপির অনান্য বিধায়কদের মত বিজেপি বিধায়ক অমরনাথ শাখা ও নির্মল ধাড়ার নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয় ৫ জন করে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী।  এবার সেই নিরাপত্তারক্ষী ছাড়তে চেয়ে চিঠি দিয়েছেন এই দুই বিধায়ক।

আরও পড়ুন, কল্যাণের বিরুদ্ধে অভিযোগ তুলে প্রধানবিচারপতিকে চিঠি আইনজীবীদের, টুইটে তোপ শুভেন্দু-মালব্যদের

  কী কারণে কেন্দ্রের দেওয়া নিরাপত্তারক্ষীদের প্রত্যাহারের আবেদন জানালেন দুই বিধায়ক

নিরাপত্তারক্ষীদের প্রত্যাহারের আবেদন কী কারণে জানিয়েছেন ওই দুই বিজেপি বিধায়ক প্রসঙ্গ উঠতেই এই বিষয়ে বিজেপি বিধায়ক অমর নাথা শাখা বলেন, 'ব্যাক্তিগত কারণেই নিরাপত্তারক্ষীদের প্রত্যাহারের আবেদন জানিয়ে  চিঠি দেওয়া হয়েছে।'  তবে 'কারণ' নিয়ে খোলসা করেননি ওই দুই বিধায়ক। কিন্তু বিজেপির দুই বিধায়কের কেন্দ্রীয় বাহিনী ছাড়তে চেয়ে চিঠি ঘিরে জোর  জল্পনা শুরু হয়েছে।  কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী প্রত্যাহারের পিছনে কী রয়েছে কোনও রাজনৈতিক তাৎপর্য্য,  এমন প্রশ্ন ইতিমধ্য়েই উঠছে বিভিন্ন মহলে। শিবির বদল করতে চলেছেন কী দুই বিজেপি বিধায়ক, যদিও এই প্রশ্নের উত্তরে বিধায়ক জানান, 'সেটা সময় বলবে।' সময় যাই বলুক, বাঁকুড়া জেলায় বিজেপির একাধিক বিধায়কদের বিদ্রোহী হয়ে ওঠাকে ঘিরে বিজেপির জেলা রাজ্য এমনকি কেন্দ্রীয় নেতৃত্বও যে অস্বস্তিতে তা মনে করছেন রাজনৈতিক মহল। 

Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari