দ্বৈপায়ন লালা, মালদহ: পুজোর সময়ে দিদি বাড়িতে এসে ঘটল বিপর্যয়। নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই বোন। ঘণ্টা খানেকের চেষ্টায় দু'জনেরই মৃতদেহ উদ্ধার করলেন স্থানীয়েরাই। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদহের বামনগোলায়।
আরও পড়ুন: গভীর রাতে দুঃসাহসিক ডাকাতি, পরপর দুটি বাড়িতে ঘটল একই ঘটনা
জানা গিয়েছে, মৃতেরা হল পারমিতা মণ্ডল ও অঙ্কিতা মণ্ডল। পারমিতা দশম শ্রেণির ছাত্রী, আর অঙ্কিতা পড়ত তৃতীয় শ্রেণিতে। তাদের বাড়ি বামনগোলা ব্লকের চাঁদপুর পঞ্চায়েতের নন্দিনাদহ এলাকায়। পুজোয় সময়ে স্থানীয় হাঁসপুকুর গ্রামে দিদির বাড়িতে বেড়াতে এসেছিল পারমিতা ও অঙ্কিতা। বুধবার দুপুরে সকলের অলক্ষ্যে যখন দুই বোন হারিয়া নদীতে স্নান করতে যায়, তখনই ঘটে বিপত্তি।
আরও পড়ুন: বর্ধমানে উদ্ধার হল বিরল প্রজাতির হলুদ কচ্ছপ
স্থানীয় সূত্রে খবর, নদীতে স্নান করতে নেমে প্রথমে গভীর জলে তলে যেতে থাকে অঙ্কিতা। তখন পাড়ে দাঁড়িয়েছিল তার দিদি পারমিতা। এরপর বোনকে উদ্ধার গেলে, নদীতে তলিয়ে যায় সে-ও। এদিকে ততক্ষণে বাড়ির লোকেরা দুই বোনকে খোঁজাখুঁজি করতে শুরু করেছেন। শেষপর্যন্ত চিৎকার শুনে নদীতে তল্লাশি চালাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এক ঘণ্টা পর উদ্ধার হয় দু'জনের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বামনগোলা থানার পুলিশ। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এলাকায় শোকের ছায়া।