একই ঘর থেকে উদ্ধার দুই বান্ধবীর দেহ, চাঞ্চল্য হাঁসখালিতে

Published : Jul 16, 2020, 09:06 PM IST
একই ঘর থেকে উদ্ধার দুই বান্ধবীর দেহ, চাঞ্চল্য হাঁসখালিতে

সংক্ষিপ্ত

একজন কলেজ পড়ুয়া, আর এক স্কুলছাত্রী একই ঘরে থেকে উদ্ধার হল দুই বান্ধবীর মৃতদেহ চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার হাঁসখালিতে তদন্তে নেমেছে পুলিশ  

মৌলিককান্তি মণ্ডল, নদিয়া:  একজন কলেজ পড়ুয়া, আর এক স্কুলছাত্রী। একই ঘরে থেকে উদ্ধার হল দুই বান্ধবীর মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার হাঁসখালিতে। এলাকা শোকের ছায়া।

আরও পড়ুন: বাঁধের জলে ভেসে উঠল দেহ, শালবনিতে পুলিশকর্মীর স্ত্রীর মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য

মৃতের হল রিয়া বিশ্বাস ও পপিতা বিশ্বাস।  হাঁসখালি থানার বেনালি কানাই কলোনি এলাকা একই পাড়ায় বাড়ি দু'জনেরই।  কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন রিয়া। স্থানীয় একটি স্কুলের দ্বাদশ শ্রেণিতে পড়ত পপিতা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একে অপরের ঘনিষ্ঠ বন্ধু দু'জন। যাতায়াত ছিল বাড়িতেও। মঙ্গলবার রাতে পপিতাদের বাড়িতে যান রিয়া। রাতে আর ফেরেননি তিনি।  বুধবার সকালে ডাকাডাকি করেও কারও সাড়া পাওয়া যায়নি। শেষপর্যন্ত যখন ঘরের দরজা ভাঙেন, তখন দুই বান্ধবীর মৃতদেহ দেখতে পান প্রতিবেশীরা। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। 

আরও পড়ুন: সাপে কাটার পর দম্পতিকে ঝাড়ফুঁক ওঝার, বসিরহাটে কুংস্কারের বলি হলেন প্রৌঢ়

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাঁসখালি থানার পুলিশ। জোড়া মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে অনুমান, রিয়া ও পপিতা একসঙ্গে আত্মহত্যা করেছে। কিন্তু কেন? তা এখনও স্পষ্ট নয়। একজনের বাবা ভিনরাজ্য়ে, আর একজনের বাবা বিদেশে নির্মাণশ্রমিকের কাজ করেন। দু'জনের মা-ই বিড়ি শ্রমিক।  

PREV
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
বড় চমক! এবার মাসে মাসে মিলবে ২৫০০ টাকা, ভাতা বৃদ্ধি নিয়ে বিরাট ইঙ্গিত রাজ্য সরকারের