শনিবার দেশ জুড়ে শুরু হয় করোনা টিকা করণ। রাজ্যের বিভিন্ন কেন্দ্রে দেওয়া হচ্ছে এদিন সকাল থেকেই করোনার টিকা। প্রতিটি কেন্দ্রে দেওয়া হবে ১০০ জনকে করোনা টিকা। অ্যাপের মাধ্যমে নাম এন্ট্রি করা হয়েছে। সেই তালিকা অনুযারী ডেকে পাঠানো হচ্ছে। স্বাস্থ্য কেন্দ্রে পৌঁচ্ছনোর পর মোট চার ধাপে দেওয়া হচ্ছে করোনা টিকা।
প্রথম ধাপ- কেন্দ্রে প্রবেশ করা মাত্রই মিলিয়ে দেখআ হচ্ছে পরিচয় পত্র।
দ্বিতীয় ধাপ- যাঁরা টিকা নিচ্ছেন তাঁদের আগে স্বাস্থ্য পরীক্ষা করে দেখে নেওয়া হচ্ছে।
তৃতীয় ধাপ- টিকা প্রয়োগ করা হচ্ছে।
চতুর্থ ধাপ- আধঘন্টা সেন্টারে রেখে দেওয়া হচ্ছে টটিকা প্রাপককে।
রাজ্যের কলকাতাসহ বিভিন্ন জেলায় চলছে করোনার টিকা করণ। মাঝে মধ্যে আধিকারিকরা ঘুরে দেখছে স্বাস্থ্যকেন্দ্রের ব্যবস্থা। সাবধানতার সঙ্গেই চলছে এই টিকাকরণ। সকলের স্বাস্থ্যর ওপরও করা নজর রাখা হচ্ছে। করোনা টিকা দেওয়ার পর শরীরে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কি না তাও ক্ষতিয়ে দেখা হচ্ছে। টিকা পেয়ে খুশি সকলে। জানাচ্ছেন, এই দিনটির জন্যই তো অপেক্ষা করে থাকা। তবে প্রথমদিন স্বাস্থ্য কর্মী ছাড়াও ডাক পেয়ছেন আরও অনেকে। এই স্ক্রিনিং হোক আরেকটু সতর্কতার সঙ্গে, আবেদন ডাক্তারদের।