মৌসুমী অক্ষরেখার জের, উত্তরের সঙ্গে ভারী বৃষ্টি দক্ষিণের একাংশেও

  • উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা
  • বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেও
  • বঙ্গোপসাগরের উপর মৌসুমী অক্ষরেখার প্রভাবে বৃষ্টিপাত

debamoy ghosh | Published : Sep 10, 2019 12:46 PM IST

মৌসুমী অক্ষরেখার জের। ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও। মঙ্গলবার এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। 

আলিপুর আবহাওয়া দফতর এ দিন জানিয়েছে, ডাল্টনগঞ্জ, পুরুলিয়া এবং দিঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এর ফলে আগামী আটচল্লিশ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে। তবে মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি। 

দক্ষিণবঙ্গে অধিকাংশ জায়গাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এর পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Share this article
click me!