Weather Report: ঘন কুয়াশার পূর্বাভাস, হালকা বৃষ্টি কলকাতা-সহ দুই বঙ্গেই

Published : Feb 03, 2022, 07:39 AM ISTUpdated : Feb 03, 2022, 07:49 AM IST
Weather Report:  ঘন কুয়াশার পূর্বাভাস, হালকা বৃষ্টি কলকাতা-সহ দুই বঙ্গেই

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার শহরের আকাশ মেঘলা থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, ৩ তারিখ থেকে হালকা বৃষ্টি হবে দুই  বঙ্গেই,  দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার পূর্বভাস।

বৃহস্পতিবার শহরের আকাশ মেঘলা থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, (Weather Office) সরস্বতী পুজোর আগের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩ তারিখ থেকে হালকা বৃষ্টি হবে দুই  বঙ্গেই। উত্তরবঙ্গের সব জায়গাতেই  হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে পাহাড়ে ফের ধস নামার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা হবে দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই মুহূর্তে সকাল সাড়ে ৭ টা নাগাদ শহরের তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়ার্স।

উত্তরবঙ্গের ক্ষেত্রে শুষ্ক আবহাওয়া চলছিল। তবে বৃহস্পতিবার থেকে হালকা বৃষ্টি শুরু হবে। মূলত বেশি বৃষ্টি হবে ৪ তারিখ। ৪ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দু-এক জায়গায় ভারী বৃষ্টি হবে। এবং কিছু কিছু জায়গায় শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি উত্তরবঙ্গে ৫ তারিখেও হবে। রাতের তাপমাত্রা আগামী দিন দিন আরও দু ডিগ্রী বাড়বে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শুষ্ক আকাশ থাকবে। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার হালকা বৃষ্টি হবে। শুধুমাত্র উপকূলের দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া, কিছুটা দুই বর্ধমানে বৃষ্টি হবে। ৪ তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ,মুর্শিদাবাদ, কিছুটা বাঁকুড়া ও পুরুলিয়া এইসব জেলার কয়েকটা জায়গায় বেশি বৃষ্টি হবে। ৫ তারিখ  থেকে বৃষ্টি আবার কমে যাবে। কলকাতাতে ৪ তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সরস্বতী পূজায় দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা বৃষ্টি হলেও বেলা পেরোতেই বৃষ্টি কমে যাবে। আগামী তিনদিনের দক্ষিণবঙ্গের  রাতের তাপমাত্রা ৩ ডিগ্রী বেড়ে যাবে। বৃহস্পতিবার সকালে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা হবে দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে।

আরও পড়ুন, Coronavirus Update : টেস্ট বাড়তেই বাড়ছে আক্রান্তের সংখ্যা, শেষ ২৪ ঘন্টায় কতটা সংক্রমণ বাড়ল বঙ্গে

 হাওয়া অফিস আরও জানিয়েছে, বৃষ্টিতে আবার চাষবাসের ক্ষতি হতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ে এই বৃষ্টির জন্য ধস নামতে পারে। অপরদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার ঢুকছে উত্তর পশ্চিম ভারতে।তামিলনাড়ুর উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের সর্তকতা রয়েছে। হাওয়া অফিস আরও জানিয়েছে,   এরাজ্যের তাপমাত্রা আগের থেকে বেড়েছে। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ২৮.৫ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ১ডিগ্রি উপরে। সর্বনিম্ন তাপমাত্রা ১৯.০ ডিগ্রি সেলসিয়ার্স।স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি উপরে। অপরদিকে,  শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ।  সর্বনিম্ন ৩২ শতাংশ  বলে জানিয়েছিল হাওয়া অফিস।যেখানে গত সপ্তাহে শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ২৪.২ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়ার্স।  অপরদিকে, এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের  সর্বোচ্চ পরিমাণ ৯৪শতাংশ।  সর্বনিম্ন ৪১ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ