কুয়াশা কাটলেও আকাশ মেঘলাই থাকবে, আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি রাজ্যের একাধিক জেলায়

আজ সকাল থেকেই কুয়াশা কলকাতা-সহ রাজ্য়ে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকবে শহর এবং শহরতলিতে। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে আবার রাজ্যের বেশ কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  

আজ সকাল থেকেই কুয়াশা কলকাতা-সহ রাজ্য়ে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকবে শহর এবং শহরতলিতে। হাওয়া অফিস (Weather Office) জানিয়েছে, বৃহস্পতিবার থেকে আবার রাজ্যের বেশ কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৪ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গে  বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই সকাল সাড়ে ৭ টায় এই মুহূর্তে শহরের তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়ার্স।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রা আরও ২ ডিগ্রি বাড়বে। এদিকে বৃহস্পতিবার থেকে আবার রাজ্যের বেশ কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৪ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার থেকে ২৬ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গে এই কয়েকদিন রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার ২৫ তারিখে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপর ২৬ ফেব্রুয়ারি ফের বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কলকাতার ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

Latest Videos

আরও পড়ুন, 'রাস্তা আটকে আন্দোলন বরদাস্ত করবো না', আনিস খুনের কাণ্ডে কড়া বার্তা মমতার

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৫ দিন সর্বনিম্ন তাপমাত্রা একই থাকবে। নতুন করে পারদ পতনের সম্ভাবনা নেই। তবে ইতিমধ্য়েই তাপমাত্রা আগের তুলনায় বেড়েছে। রবিবার তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে বলে আগেই জানিয়েছিল হাওয়া অফিস। তবে কলকাতায় তাপমাত্রা কিছুটা বাড়লেও স্বাভাবিকের নিচে এখনও পারদ।বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ২৮.৮ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে।  অপরদিকে,  শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ।  সর্বনিম্ন ৪১ শতাংশ বলে জানিয়েছিল হাওয়া অফিস। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.০ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে।  অপরদিকে,  শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ।  সর্বনিম্ন ৬৭ শতাংশ বলে জানিয়েছিল হাওয়া অফিস।  

আৎও পড়ুন, কোথায় দাঁড়িয়ে মমতার সঙ্গে পিকে-র সম্পর্ক, এবার মুখ খুললেন প্রশান্ত কিশোর

অপরদিকে, পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে বৃষ্টির পূর্বাভাস। মধ্য মহারাষ্ট্রে ঘূর্ণাবর্ত। পুবালি হাওয়ায় প্রচুর জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘ আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। এর প্রভাবে আবহাওয়ার পরিবর্তন বৃষ্টি ঝোড়ো হাওয়া বইবে উত্তর-পশ্চিম ভারতের বেশকিছু রাজ্যে।  ঝড়ো হাওয়া বইবে হরিয়ানা চন্ডিগড় দিল্লি এবং উত্তরপ্রদেশে। কিছু অংশেও ঝড় হাওয়ার সম্ভাবনা। ২৫ থেকে ৩৫ কিলোমিটার গতিবেগে এই ঝড়ো হাওয়া বইবে।  বৃহস্পতিবার এর মধ্যে জম্মু -কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকার রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও হালকা তুষারপাতের সম্ভাবনা। বৃষ্টি হতে পারে পাঞ্জাব এবং রাজস্থানের মত রাজ্যেও। রবিবার থেকে অরুণাচল প্রদেশ-সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।  সোমবার অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় ,মণিপুর, মিজোরাম ,নাগাল্যান্ড, ত্রিপুরাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Share this article
click me!

Latest Videos

‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি