প্রথম রাউন্ডে খড়গপুরে এগিয়ে বাম-কংগ্রেস, কালিয়াগঞ্জে এগিয়ে বিজেপি

Published : Nov 28, 2019, 09:11 AM ISTUpdated : Nov 28, 2019, 10:09 AM IST
প্রথম রাউন্ডে খড়গপুরে এগিয়ে বাম-কংগ্রেস,  কালিয়াগঞ্জে এগিয়ে বিজেপি

সংক্ষিপ্ত

দিলীপ ঘোষের খাস তালুকে বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে গেল বাম-কংগ্রেস প্রার্থী প্রথম রাউন্ডের শেষে খড়গপুরে বিজেপি পেয়েছে ৩৩০৪টি ভোট  তৃণমূলের ঘরে এসেছে ৩২৬৯টি ভোট  কিন্তু সবাইকে পিছনে ফেলে বাম-কংগ্রেস জোট পেয়েছে ৪২৮৪টি ভোট।

দিলীপ ঘোষের খাস তালুকে বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে গেল বাম-কংগ্রেস প্রার্থী। প্রথম রাউন্ডের শেষে খড়গপুরে বিজেপি পেয়েছে ৩৩০৪টি ভোট। তৃণমূলের ঘরে এসেছে ৩২৬৯টি ভোট। কিন্তু সবাইকে পিছনে ফেলে বাম-কংগ্রেস জোট পেয়েছে ৪২৮৪টি ভোট। করিমপুরে এগিয়ে তৃণমূল কংগ্রেস। ৪৬৪৩ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের প্রার্থী। কালিয়াগঞ্জে ১৬০০ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী। খড়গপুরে বাম-কংগ্রেস জোট ৯৮০ ভোটে এগিয়ে রয়েছে।

PREV
click me!

Recommended Stories

Makar Sankranti 2026: মকর স্নান ঘিরে জয়দেব কেঁদুলিতে উৎসবের আবহ! অজয় নদীর তীরে উপচে পড়া ভিড়
সাগরের জলে বাড়ছে নির্বাচনী উত্তাপ, গঙ্গাসাগরে স্নানে এসে শাসক শিবিরকে আক্রমণ সুকান্ত মজুমদারের