ভোটের বাংলায় কি আছড়ে পড়ল করোনার দ্বিতীয় তরঙ্গ, আক্রান্তের সংখ্যা ৮ হাজারের বেশি

Published : Apr 18, 2021, 10:32 PM IST
ভোটের বাংলায় কি আছড়ে পড়ল করোনার দ্বিতীয় তরঙ্গ, আক্রান্তের সংখ্যা ৮ হাজারের বেশি

সংক্ষিপ্ত

রাজ্যেই বাড়ছে করোনা উদ্বেগ  দৈনিক সংক্রমণ ৮ হাজারে বেশি   ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৮ জনের  আক্রান্তের তালিকায় প্রথমেই কলকাতা   

গোটা দেশের সঙ্গে করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গ আছড়ে পড়তে চলেছে এই রাজ্যেই। রবিবার সন্ধ্যে স্বাস্থ্য দফতরের প্রকাশ করা করোনাভাইরাস সংক্রান্ত তথ্যে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে আক্রান্তের সঙ্গে এক ধাক্কায় বেড়ে হয়েছে ৮ হাজার ৮১৯ জন। শুধুমাত্র কলকাতাতেই আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৯৭। স্বাস্থ্য দফতর সূত্রের খবর মৃত্যু হয়েছে ২৮ জনের। এপর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৬ লক্ষেরও বেশি। 

এক নজরে রাজ্যের করোনা চিত্রঃ 
দৈনিক সংক্রমণঃ ৮,৪১৯
মোট আতক্রান্তঃ  ৬,৫৯,৯৭২
দৈনিক সুস্থঃ ১০,৫৬৮
মোট সুস্থঃ ৫,৯৯,৭২১
অ্যাক্টিভ কেসঃ ৪৯,৬৩৮

আক্রান্ত জেলার ক্রম তালিকায় প্রথমে রয়েছে কলকাতা। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৬০। ৫০১ জন আক্রান্তের সংখ্যা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। হাওড়া হুগলি বীরভূম ও মালদাতে উল্লেখযোগ্যভাবে বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। 

রাজ্যের করোনাভাইরাস সংক্রান্ত নিয়ে রবিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি ওষুধ, টিকা ও অক্সিজেনের পর্যাপ্ত সরবরাহের দাবি জানিয়েছিলেন। রাজ্যের স্বাস্থ্য বিশেষজ্ঞের দাবি যে ভাবে লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে স্বাস্থ্য পরিষেবার ওপর চাপ বাড়তে পারে। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫০ হাজারের কাছা কাছি।  মৃত্যু সংখ্যা শনিবারের তুলনায় কম থাকলেও চিকিৎসকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। 

চিকিৎসা বিশেষজ্ঞরা মনে করছেন ভোটের বাংলায় মানা হচ্ছে না করোনাভাইরাস সংক্রান্ত বিধি নিষেধ। রাজনৈতিক সমাবেশগুলিতে বাড়েছে ভিড়। কমেছে মাস্ক ব্যবহারের প্রবণতা। আর সেই কারণেই রাজ্যে সংক্রমণ বাড়ছে বলেও মনে করা হচ্ছে। এখন থেকেই ভিড় এড়িয়ে চলার পাশাপাশি মাস্কের ব্যবহার বাধ্যতামূল করার কথা বলছেন অনেক চিকিৎসক। 

PREV
click me!

Recommended Stories

Today live News: উত্তুরে হাওয়ায় জাঁকিয়ে শীত বঙ্গে, সকালে কুয়াশার সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া
রেকর্ডস্তরে পৌঁছে গেল বন্দরের নাব্যতা, বাড়বে রাজস্ব, খুশি পাইলট গিল্ড অ্যাসোসিয়েশন