পড়ুয়াদের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে ১০ হাজার টাকার অনুদান প্রকল্প! রাজ্যের সিদ্ধান্তে মাথায় হাত

প্রকল্পের আওতায় টাকা প্রদানের জন্য মূলত জুলাই মাসের ১৫ তারিখ পর্যন্ত বেছে নেওয়া হয়েছিল। তবে ১৫ তারিখ পেরিয়ে গেলেও টাকা এখনো অ্যাকাউন্টে ঢোকেনি। কিন্তু কেন সেই টাকা ঢোকেনি তা নিয়ে এবার একটি অন্যরকম তথ্য সামনে এল।

তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় ২০২১ সালে প্রথম ট্যাব অথবা স্মার্টফোন কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করে রাজ্য সরকার। এই প্রকল্পের সূচনার পর থেকে এখনও পর্যন্ত বছরের পর বছর ধরে টাকা দেওয়া হচ্ছে। এবার নতুন নিয়ম অনুযায়ী দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পাশাপাশি একাদশ শ্রেণীর পড়ুয়ারাও ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য ১০ হাজার টাকা পাবে। এবার যারা মাধ্যমিক পাশ করার পর একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তারা এই প্রকল্পের আওতায় টাকা পাওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত।

তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় টাকা প্রদানের জন্য মূলত জুলাই মাসের ১৫ তারিখ পর্যন্ত বেছে নেওয়া হয়েছিল। তবে ১৫ তারিখ পেরিয়ে গেলেও টাকা এখনো অ্যাকাউন্টে ঢোকেনি। কিন্তু কেন সেই টাকা ঢোকেনি তা নিয়ে এবার একটি অন্যরকম তথ্য সামনে এলো। একাধিক স্কুলের তরফ থেকে জানা গিয়েছে, টাকা না ঢোকার পিছনে রয়েছে সাইবার প্রতারণা। সাইবার প্রতারণার ফলে পড়ুয়াদের এক অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করা হলেও কিছুক্ষণের মধ্যেই সেই অ্যাকাউন্ট নম্বর বদলে যাচ্ছে।

Latest Videos

পুরো বিষয়টি এবার শিক্ষা দপ্তর খতিয়ে দেখছে। কেননা ২৫ জুলাইয়ের পরেও একাদশ শ্রেণির ৫১ হাজার অ্যাকাউন্ট নম্বর ভুল রয়েছে এবং সাত হাজারের বেশি পড়ুয়াদের আইএফএসসি কোড ভুল রয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ১৯ হাজারের বেশি পড়ুয়ার অ্যাকাউন্ট নম্বর ও চার হাজারের বেশি পড়ুয়াদের আইএফএসসি কোড ভুল রয়েছে। জানা যাচ্ছে, এই সমস্ত রকমের ভুলভ্রান্তি দূর করে আগামী মাস দুয়েক অর্থাৎ অক্টোবর মাসের মধ্যে পড়ুয়াদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today