শিয়ালদহ শাখায় ১০০ ঘণ্টা ট্রেন বাতিল! ২৩ থেকে ২৬ জানুয়ারি চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

শিয়ালদহ শাখায় ১০০ ঘণ্টা ট্রেন বাতিল! ২৩ থেকে ২৬ জানুয়ারি চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

ফের ট্রেন বাতিলের খবর। এক টানা ১০০ ঘণ্টা চলবে না কোনও ট্রেন। শুধু লোকাল ট্রেনই নয়, বাতিল হবে একগুচ্ছ এক্সপ্রেস ট্রেনও। শিয়ালদহ ডিভিশনের একটি রুটের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একটি পুরানো ব্রিজ মেরামতির কারণেই ব্যহত হবে ট্রেন চলাচল। সোমবার সাংবাদিক বৈঠক করে বাতিল ট্রেনের তালিকা প্রকাশ করেছে রেল।

Latest Videos

শিয়ালহ ডিভিশনের শিয়ালদহ- ডানকুনি সেকশনে বালিঘাট ও বালিহল্টের মধ্যে রেল ওভারব্রিজের পুরানো স্টিলের গার্ডরা প্রতিস্থাপন করা হবে বলে জানিয়েছে রেল। এই গুরুত্বপূর্ণ রেলসেতুটি ১৯৩১ সালে ব্রিটিশ শাসনকালে নির্মিত হয়েছে। এবার এই ব্রিজ মেরামতি ভীষণ ভাবে প্রয়োজন বলে জানিয়েছে রেল। ব্রিজ মেরামতি হলে রেলের গতিও বাড়বে বলে জানা গিয়েছে।

আগামী ২৩ জানুয়ারি রাত ১২ টা থেকে ২৭ জানুয়ারি ভোর ৪টে পর্যন্ত ১০০ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল।

বাতিল থাকবে শিয়লহ-ডানকুনি শাখার ২৩ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত ২০ জোড়া ইএমইউ লোকাল।

৬ জোড়া মেল/ এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে। সেই তালিকায় থাকবে কলকাতা পাটনা গরীবরথ, তেভাগা এক্সপ্রেস, শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস, ডিব্রুগড়-কলকাতা এক্সপ্রেস, শিয়ালদহ জাঙ্গিপুর রোড এক্সপ্রেস এবং শিয়ালদহ আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস।

স্টেশন পরিবর্তন- উত্তরবঙ্গ ও শিয়ালদহ পুরী দুরন্ত এক্সপ্রেস শিয়ালদহের পরিবর্তে হাওড়া থেকে ছাড়বে। উল্টোদিকে থেকে এলে হাওড়াতেই যাত্রা শেষ করবে।

রুট বদল- ১৬ জোড়া মেল/ এক্সপ্রেস ট্রেন দমদম-নৈহাটি হয়ে ঘুরে যাবে। সেই তালিকায় রয়েছে জম্মু-তাওয়াই এক্সপ্রেস, বিকানের দুরন্ত এক্সপ্রেস, অনন্যা এক্সপ্রেস, শব্দভেদী এক্সপ্রেস, নাঙ্গল ড্যাম এক্সপ্রেস, শিয়ালদহ রাজধানী, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল, শিয়ালদহ আজমির এক্সপ্রেস, আনন্দ বিহার সংক্রান্তি,জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস, প্রতাপ এক্সপ্রেস, জালিওয়ানবাগ এক্সপ্রেস।

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee-র ভুল সিদ্ধান্ত আলু চাষীদের শেষ করে দিয়েছে!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts
Live : MahaKumbh 2025 | শুরু মহাকুম্ভ ২০২৫, শুরু পুণ্য স্নান, দেখুন সরাসরি | Makar Sankranti
‘হত্যার মামলা হওয়া উচিত স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য মন্ত্রীর বিরুদ্ধে’Suvendu Adhikari-র তীব্র গর্জন
Asianet News Bangla Live Stream
Kolkata-এ ফের নির্মাণ বিপর্যয়! Dankuni-তে ব্রিজ ভেঙে চরম বিপত্তি, দেখুন | Kolkata News | Hooghly