কালীপুজো মিটলেই মহিলাদের অ্যাকাউন্টে ১০০০ টাকা! দীপাবলিতে দারুণ ঘোষণা রাজ্য সরকারের, কীভাবে পাবেন?

আলোর রোশনাইয়ে সেজে উঠেছে গোটা রাজ্য। এবার সেই খুশি আরও খানিকটা বাড়িয়ে দিল সরকার (Government of West Bengal)! দীপাবলির আবহেই বিরাট উদ্যোগ রাজ্যের।

কালীপুজোর উৎসবের আবহে বাংলার কোনও বাড়িতে যাতে চাল-ডালের অভাব না হয় সেই কারণে এবার বড় উদ্যোগ নেওয়া হল। আলোর রোশনাইয়ে সেজে উঠেছে গোটা রাজ্য। এবার সেই খুশি আরও খানিকটা বাড়িয়ে দিল সরকার (Government of West Bengal)! দীপাবলির আবহেই বিরাট উদ্যোগ রাজ্যের।

উৎসবের মরসুমে বাড়তি রেশন (Ration) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং খাদ্য দফতর। পাশাপাশি কালীপুজো মিটতেই রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ১০০০ থেকে ১২০০ টাকা করে দেওয়া হবে বলেও জানা যাচ্ছে! পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষে এখনও এমন অনেক পরিবার রয়েছে যারা দু’বেলা দু’মুঠো খাবারের জন্য রেশন ব্যবস্থার ওপর নির্ভরশীল। সেই সব মানুষের মুখে খাবার তুলে দিতে বিনামূল্যে রেশন দেয় সরকার।

Latest Videos

রেশনের পাশাপাশি উৎসবের আবহে রাজ্যের মহিলারাও বড় সুখবর পেতে চলেছেন বলে জানা যাচ্ছে। রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীন মাসের শুরুতেই সাধারণ শ্রেণির মহিলাদের অ্যাকাউন্টে ১০০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলাদের অ্যাকাউন্টে ১২০০ টাকা ঢুকে যাবে। স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসায় মুখে হাসি ফুটেছে রাজ্যের অগুনতি মহিলার।

অন্ত্যোদয় রেশন কার্ড (AAY Ration Card)

রাজ্যের সবচেয়ে আর্থিকভাবে দুর্বল মানুষদের এই রেশন কার্ড দেওয়া হয়। দীপাবলির আবহে এই কার্ডের গ্রাহকরা ২১ কেজি চাল, ১৩ কেজি গম এবং ১ কেজি করে চিনি পাবেন। সেই সঙ্গেই মাত্র ৩০ টাকায় মিলবে ১ কেজি ময়দা।

স্পেশ্যাল প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড (SPHH I & SPHH II Ration Card)

স্পেশ্যাল প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড তথা SPHH I এবং SPHH II কার্ডের গ্রাহকরা দীপাবলির মাসে ৩ কেজি চাল এবং ১ কেজি ৯০০ গম অথবা ২ কেজি আটা পাবেন। সম্পূর্ণ বিনামূল্যে এই খাদ্যসামগ্রী পাবেন তাঁরা। কেউ যদি চান তাহলে গমের বদলে সমপরিমাণ চালও নিতে পারেন।

রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা কার্ড (RKSY I & RKSY II Ration Card)

রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা কার্ড তথা RKSY I এবং RKSY II কার্ডে যথাক্রমে ৫ কেজি চাল এবং ২ কেজি চাল দেওয়া হবে। সম্পূর্ণ বিনামূল্যে এই চাল পাবেন সংশ্লিষ্ট কার্ডের গ্রাহকরা।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
ভেজাল স্যালাইন কাণ্ডে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Suvendu Adhikari-র, দেখুন | Suvendu Adhikari
North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee