মমতার বাড়ির কালী পুজোয় কালো চশমা পরে উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, যজ্ঞ দেখলেন সপরিবারে

Published : Oct 31, 2024, 10:06 PM ISTUpdated : Nov 01, 2024, 09:47 AM IST
মমতা অভিষেক

সংক্ষিপ্ত

প্রতিবছরের মত এবারও অভিষেক বন্দ্যোপাধ্য়ায় উপস্থিত রইলেন মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয়। 

কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির পুজোয়ে এলেন তৃণমূলের নম্বর টু অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বিদেশ থেকে চোখ অপারেশন করে এসেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণেই তিনি কালো রঙের চশমা পরেই মুখ্যমন্ত্রীর বড়ির পুজোর অনুষ্ঠানে যোগ দেন। সঙ্গে ছিলেন তাঁর সন্তান ও স্ত্রী।

অন্যবারের মত এবারও মুখ্যমন্ত্রীর বাড়িতে হচ্ছে কালীপুজো। বাড়ির ভিতর ছোট্ট মণ্ডপ করে পুজো হচ্ছে। প্রতিমার সজ্জা থেকে শুরু করে পুজোর জোগাড়, অতিথি আপ্যয়ন - সবকিছুর তদারকি মমতা বন্দ্যোপাধ্যায় করে থাকেন নিজের হাতে। এই বছরও তার অন্যথা হয়নি। প্রতিবছরের মত এবারও অভিষেক বন্দ্যোপাধ্য়ায় উপস্থিত রইলেন মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয়। মমতার পাশে বসে কালী পুজোর যজ্ঞের অনুষ্ঠানেও সামিল হন। যদিও মমতা নিজেই পুজোর তদারকি করেন।  দেখুন সেই ভিডিওঃ

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির পুজো দেখতে দেখতে ৪৭ বছরে পা রাখল। ঘট দিয়েই এবার পুজোর মণ্ডপ সাজান হয়েছে। তাতে আঁকা রয়েছে পেঁচা আর ধানের শিস। মমতার বাড়ির পুজো পারিবারের মেল বন্ধনের মতই। কারণ এদিন অভিষেক তাঁর মা লতা বন্দ্যোপাধ্য়ায় হাজির ছিলেন। সন্তানদের নিয়ে ছিলেন রুজিরা। অভিষেকের কাকিমা কাজরী বন্দ্যোপাধ্যায় ছিলেন পুজোর অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা-সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা। তৃণমূল কংগ্রেসের সাংসদ ও বিধায়করাও উপস্থিত রয়েছেন মমতার বাড়ির পুজোতে। মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় কালী পুজো ও দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

SIR শুনানি নিয়ে হুলুস্থুল মালদায়, পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন তৃণমূল কর্মীরা | Malda SIR Update
Malda : SIR শুনানি নিয়ে হুলুস্থুল মালদায়, পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন তৃণমূল কর্মীরা