Murshidabad Violence: হটস্পট মুর্শিদাবাদ! হিংসায় ঘটনায় রাজ্যপুলিশের হাতে গ্রেফতার ১৫০

Saborni Mitra   | ANI
Published : Apr 13, 2025, 03:34 PM IST

Murshidabad Violence: ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে হিংসায় উন্মত্ত মুর্শিদাবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। 

PREV
110
মুর্শিদাবাদে হিংসা

ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে হিংসায় উন্মত্ত মুর্শিদাবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

210
গ্রেফতার ১৫০

মুর্শিদাবাদে হিংসার ঘটনায় রাজ্য পুলিশ এখনও পর্যন্ত ১৫০ জনকে গ্রেফতার করেছে

410
এখনও পর্যন্ত নিহত

মুর্শিদাবাদের হিংসায় এখনও পর্যন্ত নিহত হয়েছে ৩ জন।

510
হিংসা বাড়ছে

আমতলা, সুতি, ধুলিয়ান হিংসায় উত্তপ্ত হয়েছে। এছাড়াও রাজ্যের উত্তর ২৪ পরগনার কিছু এলাতায় অশান্তি দেখা দিয়েছে।

610
বিজেপির নিশানায় মমতা

মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে বিজেপি নিশানা করেছে মমতা বন্দ্যোপাধ্য়ায়। রাজ্য থেকে কেন্দ্রীয় নেতৃত্ব গোটা ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারকে দায়ী করেছে।

710
জালিয়ানওয়ালাবাগের সঙ্গে তুলনা

বিজেপির এক নেতা মুর্শিদাবাদকে জালিয়ানওয়ালাবাগের সঙ্গে তুলনা করেছেন। তাঁর কথায় চারদিক দিয়ে ঘিরে রেখে অত্যাচার করা হচ্ছে।

810
রাজ্য বিজেপি নেতারা

রাজ্য বিজেপি নেতারাও রাজ্য সরকারকেই গোটা ঘটনার জন্য দায়ী করেছেন।

910
রাজ্য পুলিশের দাবি

গতকালই রাজ্য পুলিশ জানিয়েছে কোনও ভাবেই গুন্ডামি বরদাস্ত করা হবে না।

1010
মমতার আবেদেন

মমতা বন্দ্যোপাধ্য়ায় রাজ্যে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন।

Read more Photos on
click me!

Recommended Stories