মুর্শিদাবাদের হিংসায় এখনও পর্যন্ত নিহত হয়েছে ৩ জন।
510
হিংসা বাড়ছে
আমতলা, সুতি, ধুলিয়ান হিংসায় উত্তপ্ত হয়েছে। এছাড়াও রাজ্যের উত্তর ২৪ পরগনার কিছু এলাতায় অশান্তি দেখা দিয়েছে।
610
বিজেপির নিশানায় মমতা
মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে বিজেপি নিশানা করেছে মমতা বন্দ্যোপাধ্য়ায়। রাজ্য থেকে কেন্দ্রীয় নেতৃত্ব গোটা ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারকে দায়ী করেছে।
710
জালিয়ানওয়ালাবাগের সঙ্গে তুলনা
বিজেপির এক নেতা মুর্শিদাবাদকে জালিয়ানওয়ালাবাগের সঙ্গে তুলনা করেছেন। তাঁর কথায় চারদিক দিয়ে ঘিরে রেখে অত্যাচার করা হচ্ছে।
810
রাজ্য বিজেপি নেতারা
রাজ্য বিজেপি নেতারাও রাজ্য সরকারকেই গোটা ঘটনার জন্য দায়ী করেছেন।
910
রাজ্য পুলিশের দাবি
গতকালই রাজ্য পুলিশ জানিয়েছে কোনও ভাবেই গুন্ডামি বরদাস্ত করা হবে না।
1010
মমতার আবেদেন
মমতা বন্দ্যোপাধ্য়ায় রাজ্যে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন।