এগরার স্মৃতি বজবজে, বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ গেল নাবালিকা সহ ২ জনের

রবিবার সন্ধ্যায় চিংড়িপোতা গ্রামের পঞ্চায়েত একটি একটি বেআইনি বাজি কারখানায়য় বিস্ফোরণ হয়ে। ঘটনায় মৃত দুই জন। আহত একজন চিকিৎসাধীন।

 

পূর্ব মেদিনীপুরের এগরার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের রেশ এখনও পুরোপুরি মিলিয়ে যায়নি। তারই মধ্যে দক্ষিণ ২৪ পরগনার বজবজের বাজি কারখায় ভয়াবহ বিস্ফোরণ। এখনও পর্যন্ত দুই জনের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যের সময় মহেশতলার বাজি কারখানায় বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে পৌঁছে গেছে দমকল। তবে মৃত্যের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় চিংড়িপোতা গ্রামের পঞ্চায়েত একটি একটি বেআইনি বাজি কারখানায়য় বিস্ফোরণ হয়ে। ঘটনায় মৃত দুই জন হল ৬৫ বছরের জয়শ্রী ঘাটি ও মাত্র ১০ বছরের পম্পা ঘাটি। এই বিস্ফোরণে গুরুতর জখম হয়েছে একজন। তাঁর চিকিৎসা চলছে বিদ্যাসাগর হাসপাতালে।

Latest Videos

স্থানীয় বাসিন্দাদের দাবি বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের বাড়িও কেঁপে ওঠে। যে বাড়িতে বিস্ফোরণ হয় সেই বাড়িতে প্রচুর পরিমাণে বিস্ফোরক মজুত ছিল বলেও অভিযোগ স্থানীয়দের। বেআইনিভাবে বিস্ফোরক মজুত করা হয়েছিল বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিস্ফোরণের জেরে বাড়ির একটি অংশ ভেঙে গিয়েছে। দমকলের দুটি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে। কী কারণে বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে। বাডডিতে বাজি মজুত করা হচ্ছিল না বিস্ফোরক মজুত করা হচ্ছে তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে প্রশাসন।

গত মঙ্গলবারই এগরায় বাজি কারখানায় বিস্ফোরণ হয়। তাতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছএ ১২।। বাজি কারখানার মালিক ভানু বাগ ওড়িশার হাসপতালে চিকিৎসা চলাকালীন মারা গেছ। তবে তার ছেলে আর ভাইপোকে গ্রেফতার করেছে পুলিশ। এগার বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে গোটা রাজ্যই উত্তাল হয়েছিল। তৃণমূল ও বিজেপি একে অপরকে নিশানা করেছিলয যদিও মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে নিহতদের পরিবার পিছু আড়াই লক্ষ টাকা ক্ষতিপুরণ দেওয়ার কথাও তিনি ঘোষণা করেছিলেন।

বিস্তারিত আসছে…

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia