দুর্গাপুজোর চাঁদা তুলতে গিয়ে মৃত্যু ২ কিশোরের, ধাক্কা মারল পিকআপ ভ্যান

Published : Sep 09, 2025, 10:16 PM IST
accident

সংক্ষিপ্ত

দুর্গাপুজোর চাঁদা তোলার সময় পথদুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু। বানারহাটে এই দুর্ঘটনা ঘটে। 

চাঁদা তুলতে যাওয়াই কাল হল! দুর্গাপুজোর চাঁদা তুলতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় ২ কিশোরের মৃত্যু, গুরুতর আহত ১। মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের নাথুয়াহাট বাজার সংলগ্ন এলাকায় রাজ্য সড়কে।

জানা যাচ্ছে, মৃত দুই কিশোরের নাম মৈনাক দত্ত (১৬), পার্থ রায় (১৫)। দুর্গা পুজোর আগে মর্মান্তিক পথ দুর্ঘটনায় শোকের ছায়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এদিন স্থানীয় এক পুজো কমিটির হয়ে রাস্তায় চাঁদা কাটা হচ্ছিল। সে সময় একটি পিকআপ ভ্যান নাথুয়ার দিক থেকে ধূপগুড়ির দিকে আসছিল। ওই পিকআপ ভ্যানটিকে দাঁড় করানো হয়। কিন্তু চাঁদা না দিয়ে চলে যায় ভ্যান। আর এরপর তিনজন বাইকে চেপে পিকআপ ভ্যানটিকে ধাওয়া করে। বাইকে ধাক্কা মেরে পিকআপ ভ্যানটি দ্রুতগতিতে বেরিয়ে যায়। রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে তিনজন।

ছুটে আসেন স্থানীয় লোকজন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করেছে পুলিশ। যদিও চাঁদার বিষয়টি মৃতদের পরিবারের লোকজন অস্বীকার করছে। ইতিমধ্যে দেহ ময়নাতদদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। পাশাপাশি ঘাতক গাড়িটিকেও আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাস্তা আটকে চাঁদা তুলছিল অনেকে। সেই সময় পিকআপ ভ্য়ানটি পালানোর চেষ্টা করে। গতি বাড়িয়ে দেয়। সেই কারণেই এই দুর্ঘটনা ঘটে। সব দিক খতিয়ে দেখছে পুলিশ। শুরু করেছে তদন্ত। 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

হুমায়ুন কবীরের বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের প্রস্তুতি দেখুন ছবিতে, ইট বইছে অনুগামীরা
'বাবরি মসজিদ নির্মাণ হবেই কোন শক্তি আটকাতে পারবে না', হুঙ্কার হুমায়ুনের