21 July TMC Shahid Diwas LIVE: একুশের মঞ্চ থেকে কেন্দ্রকে বেনজির আক্রমণ, সভার শেষেই হাজির মুকুল রায়

সংক্ষিপ্ত

লোকসভা নির্বাচনের আগে সম্ভবত এটাই শেষ ২১ জুলাইয়ের কর্মসূচি হতে চলেছে। সেইমত চলেছে আয়োজনও। শুক্রবার উপস্থিত থাকবেন তৃণমূলের সবস্তরের নেতা কর্মীরা। এখান থেকেই কী শুরু হবে ২৪-এর লড়াইয়ের প্রস্তুতি? লোকসভা ভোটে দলের রণকৌশল কী হতে পারে সেই নিয়ে বার্তা দিতে পারেন তৃণমূলের সুপ্রিমো। সেইদিকেই তাকিয়ে সব মহল।

04:29 PM (IST) Jul 21

Mukul Roy News: শহিদ দিবসের মঞ্চে হাজির মুকুল

বিস্তারিত পড়ুন- 
 

02:42 PM (IST) Jul 21

Mamata Banerjee Speech: 'খেলা হবে' প্রকল্প শুরুর ঘোষণা মমতার

বাংলার নিজস্ব টাকায় ১০০ দিনের কাজের একটি প্রকল্প শুরু করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। প্রকল্পের নাম 'খেলা হবে' প্রকল্প.

02:35 PM (IST) Jul 21

Mamata Banerjee Speech: বিজেপি মৃত্যু নিয়ে রাজনীতি করছে

বিজেপি মৃত্যু নিয়ে রাজনীতি করছে একুশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়ান্ত আক্রমণ 

 

https://bangla.asianetnews.com/west-bengal/west-bengal-news/mamata-banerjee-full-speech-on-21-july-martyrs-day-tmc-anbss/articleshow-spid5uu

02:07 PM (IST) Jul 21

21 July TMC Shahid Diwas Live : মণিপুরের অশান্তির জন্য ১ মিনিট নীরবতা পালন

মণিপুরের অশান্তির জন্য ১ মিনিট নীরবতা পালন করা হল তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশে।

01:51 PM (IST) Jul 21

21 July TMC Shahid Diwas Live: পুলওয়ামার মতো মিথ্যে ভিডিও তৈরি করাই বিজেপির কাজ

‘সিনেমার মতো ফেক ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে বিজেপি’, একুশের মঞ্চ থেকে মারাত্মক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

01:47 PM (IST) Jul 21

21 July TMC Shahid Diwas Live : আমরা ১০০ দিনের কাজে দেশের মধ্যে ফার্স্ট হয়েছি বলেই আমাদের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে : মমতা

'আমরা ১০০ দিনের কাজে দেশের মধ্যে ফার্স্ট হয়েছি বলেই আমাদের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে'। বাংলায় চাকরি বেড়েছে ৪০% কেন্দ্র সরকারের চাকরির হার কমেছে ৪৫%'

01:46 PM (IST) Jul 21

21 July TMC Shahid Diwas Live: প্রথমেই কেন্দ্র করে বিজেপি সরকারকে কটাক্ষ মমতার

প্রথমেই মণিপুরের ধর্ষণ ও বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি দেওয়াকে কেন্দ্র করে বিজেপি সরকারকে কটাক্ষ মমতার

01:32 PM (IST) Jul 21

21 July TMC Shahid Diwas Live: সায়নী ঘোষের মাথা নত না করার বার্তা

তৃণমূলের শহিদ দিবসে কেন্দ্র সরকারকে ব্যাপকভাবে বিঁধলেন যুবনেত্রী।

বিস্তারিত পড়ুন- https://bangla.asianetnews.com/west-bengal/west-bengal-news/saayoni-ghosh-speech-on-tmc-martyrs-day-21-july-2023-anbss/articleshow-n4d8x3p

01:28 PM (IST) Jul 21

21 July TMC Shahid Diwas Live: একুশের মঞ্চ থেকে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

'ইডি সিবিআই লাগিয়ে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে না। তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা যত হাতুড়ি মারবে তত শক্ত হবে। আগামী ২৪-এ জিতছে কে? ইন্ডিয়া আবার কে।' একুশের মঞ্চ থেকে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

01:13 PM (IST) Jul 21

21 July TMC Shahid Diwas Live updates: সায়নী ঘোষ বক্তব্য রাখা শুরু করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবেশ

দুপুর ১টা ১০ মিনিটে শহিদ দিবসের মঞ্চে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন টলিউডের তারকারা।

 

01:13 PM (IST) Jul 21

21 July TMC Shahid Diwas: একুশের সকালে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে গ্রেফতার এক সন্দেহভাজন

একুশের সকালে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে গ্রেফতার এক সন্দেহভাজন, পাওয়া গিয়েছে আগ্নেয়াস্ত্র ও ভুয়ো আইডি কার্ড। 

 

বিস্তারিত - https://bangla.asianetnews.com/west-bengal/kolkata/21-july-tmc-shahid-diwas-man-arrested-from-cm-mamata-banerjee-s-residence-area-anbisd/articleshow-f5p1o09

12:50 PM (IST) Jul 21

21 July TMC Shahid Diwas Live: ২১ জুলাইয়ে কাতারে কাতারে লোক ধর্মতলায়

একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। হাজার হাজার মানুষের ভিড় ধর্মতলায়।

12:40 PM (IST) Jul 21

21 July TMC Shahid Diwas Live: শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

একুশের সমাবেশে শহিদদের স্মৃতিতে মাল্যদান করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

12:37 PM (IST) Jul 21

21 July TMC Shahid Diwas Live: টুইটবার্তায় শহিদ স্মরণ অভিষেকের

‘শহীদদিবাস, স্থিতিস্থাপকতার দিন, আমাদের হৃদয়ে অগণিত আবেগ জাগিয়ে তোলে! আজ, বাংলা ১৩ জন বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে যারা অত্যাচারী শক্তির সাথে লড়াই করে এবং গণতান্ত্রিক নীতিকে সমুন্নত রাখতে তাদের জীবন উৎসর্গ করেছিলেন। অনুপ্রাণিত হয়ে, আমি একটি ন্যায়সঙ্গত সমাজের জন্য কাজ করতে থাকব।’ 

 

 

12:35 PM (IST) Jul 21

21 July TMC Shahid Diwas Live : একুশের সকালে টুইটবার্তায় শহিদদের শ্রদ্ধা জানাল তৃণমূল

্টুইটারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি পোস্ট করা হয়েছে। টুইটে লেখা হয়েছে, ‘৩০ বছর আগে গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে আন্দোলন করতে গিয়ে প্রাণ হারান ১৩ জন বীর শহীদ। তাদের অদম্য চেতনা, সাহস এবং সংগ্রাম আমাদের অনুপ্রাণিত করে চলেছে। আজ, শহীদদিবাসে, আমরা তাদের বীরত্বপূর্ণ আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই!’ 

12:16 PM (IST) Jul 21

21 July TMC Shahid Diwas Live: মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে হাইলাইট কী কী?

২০২৩ সালের এই একুশের সমাবেশ থেকে ২০২৪-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের টার্গেট বেঁধে দিতে পারেন দলের সুপ্রিমো। ঘাসফুল শিবিরের সমস্ত নেতাকর্মীদের নজর রয়েছে তাঁর দিকে। 

বিস্তারিত পড়ুন- https://bangla.asianetnews.com/west-bengal/west-bengal-news/mamata-banerjee-21-july-speech-before-2024-lok-sabha-election-anbss/articleshow-854d6fg

12:03 PM (IST) Jul 21

21 July TMC Shahid Diwas Live : ২১ জুলাই জেলায় জেলায় বিডিও অফিস ঘেরাও কর্মসূচি বিজেপির

তৃণমূলের ২১ জুলাই সমাবেশের দিনই জেলায় জেলায় বিডিও অফিস ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে বিজেপি। ভোট সন্ত্রাসের অভিযোগ তুলে কলকাতায় প্রতিবাদ মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

11:20 AM (IST) Jul 21

21 July TMC Shahid Diwas Live: ২০২২-এর একুশের মঞ্চ থেকে দেওয়া বার্তা

তৃণমূল সুপ্রিমোর সাথে সুর চড়িয়েছিলেন দলের সেকেন্ড ইন কম্যান্ড। দেখুন বক্তব্যের অংশ।

 

https://bangla.asianetnews.com/west-bengal/west-bengal-news/mamata-banerjee-abhishek-banerjee-speech-on-21-july-2022-in-kolkata-along-with-actor-deb-anbss/articleshow-27ypgoe

11:19 AM (IST) Jul 21

21 July TMC Shahid Diwas Live: তৃণমূলের শহিদ দিবসে যোগ দিতে আসছে হুগলি থেকে স্বজনহারা পরিবারের সদস্যরা।

২১ জুলাইয়ে যোগ দিতে স্বজনহারা পরিবারের সদস্যদের নিয়ে কলকাতায় রওনা দিয়েছেন মন্ত্রী বেচারাম মান্না।

10:47 AM (IST) Jul 21

21 July News: একুশের পরেই অশনি সঙ্কেতের আশঙ্কা

২০২২ সালে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন ২১ জুলাইয়ের ২ দিনের মধ্যেই। ২০২৩ সালে কি এমনই জোরালো পদক্ষেপ নেবে ইডি? বিস্তারিত পড়ুন:

 https://bangla.asianetnews.com/west-bengal/west-bengal-news/mamata-banerjee-speech-on-21-july-2022-about-arrest-of-partha-chatterjee-in-2023-moloy-ghatak-or-saayoni-ghosh-may-face-ed-anbss/articleshow-dtf6x93

10:26 AM (IST) Jul 21

21 July TMC Shahid Diwas Live updates: ২১ জুলাই বন্ধ শহরের বেশ কিছু রাস্তা

কলকাতা ট্রাফিক সূত্রেজানা যাচ্ছে, ২১ জুলাই শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। বন্ধ রয়েছে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। এদিন সকাল থেকেই বন্ধ রয়েছে রেড রোড। ভিড় নিয়ন্ত্রণে বন্ধ রয়েছে দ্বিতীয় হুগলি সেতু থেকে এসপ্ল্যানেডের দিকে আসার রাস্তাও। এছাড়া অকল্যান্ড রোড, কিরণ শঙ্কর রায় রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে যাওয়ার রাস্তা বন্ধ এবং বন্ধ এস এন ব্যানার্জী রোড।

09:58 AM (IST) Jul 21

21 July TMC Shahid Diwas Live updates: ২১ জুলাই শহরে অমিল ট্যাক্সি

তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশের দিন দেখা মিলছে না ট্যাক্সিরও। হাওড়া স্টেশনের বাইরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও প্রিপেড ট্যাক্সি না মেলায় চরম হয়রানি যাত্রীদের।

09:32 AM (IST) Jul 21

21 July TMC Shahid Diwas Live updates: রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মতলায় পৌঁছচ্ছেন কর্মী-সমর্থকরা

পঞ্চায়েতে জয়ের পর প্রথম সমাবেশ তৃণমূলের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মতলায় পৌঁছচ্ছেন কর্মী-সমর্থকরা। কোচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ, দলে দলে তৃণমূল কর্মী সমর্থকরা এসে পৌঁছেছেন ধর্মতলায়।

09:29 AM (IST) Jul 21

21 July TMC Shahid Diwas Live updates: ২১ জুলাইয়ের সমাবেশে কড়া নিরাপত্তা

২১ জুলাইয়ের সমাবেশে কড়া নিরাপত্তা। আজ কলকাতার রাস্তায় নামানো হবে অতিরিক্ত ৫ হাজার পুলিশ। থাকবে ডেপুটি কমিশনার পদমর্যাদার ৩১ জন।

09:27 AM (IST) Jul 21

21 July TMC Shahid Diwas Live updates: ২১ জুলাইয়ের সভাস্থলে নজর রাখবে ৪৫টি ক্লোজ সার্কিট ক্যামেরা

২১ জুলাইয়ের সভাস্থলে নজর রাখবে ৪৫টি ক্লোজ সার্কিট ক্যামেরা। প্রস্তুত থাকবে ১৮টি অ্যাম্বুল্যান্স। থাকবে ৪৮টি হেল্প ডেস্ক। বিভিন্ন জায়গায় মোট ১৩টি জায়ান্ট স্ক্রিনে সরাসরি দেখা যাবে অনুষ্ঠান।

07:59 AM (IST) Jul 21

21 July TMC Shahid Diwas Live: ২১ জুলাই কেমন থাকবে শহরের আবহাওয়া?

শুক্রবার সকাল থেকেই মেঘলা শহরের আকাশ। একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাসও জারি করেছে হাওয়া অফিস। সপ্তাহের শেষে বৃষ্টি হতে পারে কলকাতাতেও। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান, ৮৮ শতাংশ।

07:22 AM (IST) Jul 21

২১ জুলাইয়ের ব্যবস্থাপনা খতিয়ে দেখতে এসে মণিপুর নিয়ে বিস্ফোরক মমতা

বৃহস্পতিবার ২১ জুলাইয়ের ব্যবস্থাপনা খতিয়ে দেখতে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফের একবার মণিপুর ইস্যু নিয়ে সরব হন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন,'আমার হৃদয় কাঁদছে। অত্যন্ত দুঃখ ও লজ্জার কথা। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তা প্রথমত দেখানোই উচিত নয়। তবে যা দেখলাম মনে হল এ কোন দেশ। বিজেপি নেতাদের আচরণে মাথা হেঁট হয়ে যাচ্ছে। এত কিছুর মাঝেও শুধু আমাদের গালাগাল করে যাচ্ছে।'

07:20 AM (IST) Jul 21

21 July TMC Shahid Diwas Live: ২১ জুলাইয়ের মেনু থাকছে কী কী?

মেনুতে থাকছে ভাত, ডাল, সবজি এবং ডিমের ঝোল। এছাড়া যাঁরা বাচ্চাদের নিয়ে এসেছেন তাঁদের কথা ভেবে শিশুদের জন্য থাকছে দুধ-রুটির ব্যবস্থা। তবে ডিম-ভাতের ব্যবস্থা থাকছে মোটামুটি সব ক্যাম্পেই।