আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস আগামী দিন থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ২-৩ ডিগ্রি নামবে। বাঁকুড়া, পুরুলিয়ার মত পশ্চিমাঞ্চলের রুক্ষ জেলাগুলির তাপমাত্রা ৮ ডিগ্রিতে নেমে যেতে পারে। পশ্চিমের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে ইতিমধ্যেই রাতের তাপমাত্রা নামছে ১০-১১ ডিগ্রি সেলসিয়াসে। আগামী কয়েকদিনে তা ১০ ডিগ্রির নিচে নামতে পারে। ৮-৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিতে নামবে তাপমাত্রা। সঙ্গে রয়েছে কুয়াশার সতর্কতা।