বড়দিনের আগে কলকাতায় ভরপুর শীতের আমেজ, দক্ষিণবঙ্গে কতটা নামল পারদ?

Published : Dec 22, 2025, 07:00 PM IST

Winter Alerts In West Bengal:  বড়দিনের আগে বঙ্গে পারদ পতন। পৌষের শুরুতেই দক্ষিণবঙ্গ সহ পশ্চিমের জেলাগুলিতে কাঁপুনি দিয়ে ঠান্ডা পড়ছে। আর কতটা নামবে পারদ? সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
16
আজকের আবহাওয়া

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমবঙ্গের উপর কোনও উল্লেখযোগ্য আবহাওয়া ব্যবস্থা সক্রিয় নেই। ফলে আগামী কয়েকদিন রাজ্যের অধিকাংশ জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের কিছু জেলায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ দু অঞ্চলেই দিনের বেলায় আকাশ মূলত পরিষ্কার থাকবে।

26
অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

তাপমাত্রার ক্ষেত্রেও বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। আগামী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রাতের ঠান্ডা আগের মতোই থাকবে। এছাড়া পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় কোনও ঝড় বা সতর্কবার্তাও জারি করা হয়নি। মৎস্যজীবীদের জন্যও এই মুহূর্তে কোনও নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সব মিলিয়ে, আপাতত রাজ্যে স্বাভাবিক ও শুষ্ক শীতের আবহাওয়াই বজায় থাকবে বলে পূর্বাভাস।

36
কবে থেকে কমবে তাপমাত্রা?

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪-৫ দিন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ফলে বড়দিনে ঠান্ডার আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের আশা নেই। তবে হাওয়া অফিস বলছে, আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে পারদ নামতে পারে। বুধবার থেকে তাপমাত্রা ফের কমবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। দু’ডিগ্রি কমবে তাপমাত্রা। অর্থাৎ বড়দিনেও হাড় হিম করা শীত না থাকলেও ভালোই ঠান্ডা অনুভূত হতে পারে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে।

46
কলকাতায় শীতের আমেজ

এদিকে কলকাতায় শীতের আমেজ খানিকটা বাড়লেও আপাতত সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে। সকাল থেকেই হালকা কুয়াশা থাকবে। বেলা বাড়তে পরিষ্কার হয়ে যাবে আকাশ। দিনভর শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আপাতত কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গে। দৃশ্যমানতা অনেকটা নেমে যেতে পারে কিছু কিছু জেলায়। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে দৃশ্যমানতা ৫০ মিটারে নামতে পারে। কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি সর্বত্র হালকা কুয়াশা থাকবে সকালের দিকে।

56
উত্তরবঙ্গের আবহাওয়া

হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই উত্তরবঙ্গে। শীতের আমেজ বজায় থাকবে। আগামী সপ্তাহে আরও কিছুটা তাপমাত্রা নামতে পারে। উত্তরের পার্বত্য এলাকা থেকে সমতল সব জায়গাতেই কাবু করছে শীত। আপাতত সকালে ও রাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া।

66
কলকাতার তাপমাত্রা

কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা - ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা - ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে 5.4 ডিগ্রি সেলসিয়াস কম।

Read more Photos on
click me!

Recommended Stories