৫ জনকে নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়েগেল পুলকার, মৃত্য়ু ৩ পড়ুয়ার

Published : Nov 24, 2025, 05:41 PM IST
accident death

সংক্ষিপ্ত

নিয়ন্ত্রণ হারিয়ে পুলকার উল্টেগেল পুকুরে। মর্মান্তিক দুর্ঘটনা উলুবেড়িয়ায়। এই দুর্ঘটনায় তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে। 

নিয়ন্ত্রণ হারিয়ে পুলকার উল্টেগেল পুকুরে। মর্মান্তিক দুর্ঘটনা উলুবেড়িয়ায়। এই দুর্ঘটনায় তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে।

পুলকার দুর্ঘটনা

স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুর ৩টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। স্কুল থেকে ফেরার সময়ই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, স্কুল থেকে ৫ জব পড়ুয়া নিয়ে ফিরছিল পুলকারটি। বহিরা গ্রামের কাছে পুলকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপরই পুলকারটি সোজা পুকুরে পড়ে যায়। পুলিশ আসার আগে স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগায়। পরে গাড়িতে থাকা পড়়ুয়াদের সন্ধানে ডুবুরিও নামাতে হয়।

বেশ কিছুক্ষণের তল্লাশির পরে পাঁচ জন পড়ুয়াকে পুকুর থেকে উদ্ধার করা হয়। প্রত্যেককেই পাঠান হল উলুবে়ড়িয়া জেলা হাসপাতালে। সেখানেই তিন পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতদের বয়স ৬-৯ বছরের মধ্যে। আহত হয়েছে দুই পড়ুয়া। তাদের চিকিৎসা চলছে।

এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। হাওড়া গ্রামীণ পুলিশ সুপার সুবিমল পাল জানিয়েছেন, গাড়ির চালককে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছে তা দেখা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি না কি অন্য কোনও কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের একাংশ জানিয়েছে, অন্য একটি গাড়়ির সঙ্গে রেষারেষি করছিল। সেই সময়ই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।

পুলকার দুর্ঘটনা এই প্রথম নয়। এর আগেও একাধিকবার পুলকার দুর্ঘটনার কবলে পড়েছিল। পুলকার চালকদের সচতন হতে নির্দেশ দেওয়া হয়েছে। গাড়িগুলির যাতে ঠিকঠাক থাকে তারও নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্দেশই সার। তাই পুলকার দুর্ঘটনায় বলি আরও তিন শিশু।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কাল বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হুমায়ুন কবীরের, ২২ ডিসেম্বর ঘোষণা নতুন দলের
১৯ ডিসেম্বরই সুপ্রিম কোর্ট ঘোষণা করবে DA মামলার রায়? জল্পনা সরকারি কর্মীদের মধ্যে