শনিবার ও রবিবার শিয়ালদা শাখায় বাতিল হবে ৩২টি ট্রেন, যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে একাধিক ট্রেনের

শনিবার রাত ১০টা ৩০ মিনিট থেকে রবিবার সকাল সাতটা পর্যন্ত নৈহাটি ও রানাঘাট শাখার কল্যাণী স্টেশনের এক এবং দুই নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এর জেরে বাতিল হবে ৩২টি ট্রেন।

কল্যাণী স্টেশনে কাজের জন্য শনি ও রবিবার একগুচ্ছ ট্রেন বাতিল থাকবে। এমনই জানানো হয়েছে পূর্ব রেলের তরফ থেকে। শনিবার রাত ১০টা ৩০ মিনিট থেকে রবিবার সকাল সাতটা পর্যন্ত নৈহাটি ও রানাঘাট শাখার কল্যাণী স্টেশনের এক এবং দুই নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এর জেরে বাতিল হবে ৩২টি ট্রেন।

শনিবার (৬ জানুয়ারি) বাতিল ট্রেনের নাম

Latest Videos

শিয়ালদা-রানাঘাট লোকাল ট্রেন- আপ ৩১৬২৯, আপ ৩১৬৩১, আপ ০৩১৩৯, ডাউন ৩১৬৩২ এবং ডাউন ৩১৬৩৬।

শিয়ালদা-শান্তিপুর লোকাল ট্রেন- আপ ৩১৫৩৯, আপ ৩১৫৪১, ডাউন ৩১৫৪০ এবং ডাউন ৩১৫৪২।

শিয়ালদা-কৃষ্ণনগর সিটি জংশন লোকাল ট্রেন- আপ ৩১৮৪১ এবং ডাউন ৩১৮৪৪।

শিয়ালদা-গেদে লোকাল ট্রেন- আপ ৩১৯২৯ এবং ডাউন ৩১৯২৮।

কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকাল ট্রেন- আপ ৩১১৯২।

শিয়ালদা-লালগোলা- আপ ০৩১৯১ এবং ডাউন ০৩১৭২।
 

রবিবার (৭ জানুয়ারি) বাতিল ট্রেনের নাম

শিয়ালদা-রানাঘাট লোকাল ট্রেন- আপ ৩১৬১১, আপ ৩১৬১৫, ডাউন ৩১৬১২ এবং ডাউন ৩১৬১৪।

শিয়ালদা-শান্তিপুর লোকাল ট্রেন- আপ ৩১৫১১, আপ ৩১৫১৩, ডাউন ৩১৫১২ এবং ডাউন ৩১৫১৪।

শিয়ালদা-কৃষ্ণনগর সিটি জংশন লোকাল ট্রেন- আপ ৩১৮১১, আপ ৩১৮১৫, ডাউন ৩১৮১২, ডাউন ৩১৮১৪।

শিয়ালদা-গেদে লোকাল ট্রেন- আপ ৩১৯১১, আপ ৩১৯১৫, ডাউন ৩১৯১২ এবং ডাউন ৩১৯১৪।
 

যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে

ডাউন ০৩১৯৮ লালগোলা-শিয়ালদা: শিয়ালদার পরিবর্তে রানাঘাট পর্যন্ত আসবে জাউন ০৩১৯৮ লালগোলা-শিয়ালদা।

৩১৩৪১ শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল ট্রেন: শনিবার কল্যাণী সীমান্তের পরিবর্তে নৈহাটি জংশন পর্যন্ত যাবে ৩১৩৪১ শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল।

৩১১৯১ নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল ট্রেন: কল্যাণী পর্যন্ত যাবে ৩১১৯১ নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল। কল্যাণী থেকে ছাড়বে ৩১৩১২ কল্যাণী সীমান্ত-শিয়ালদা লোকাল ট্রেন।

৩১৩১১ শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল ট্রেন: কল্যাণীর পর্যন্ত যাবে। ৩১৩১৬ কল্যাণী সীমান্ত-শিয়ালদা লোকাল ট্রেন ছাড়বে কল্যাণী থেকে।
 

কোন কোন ট্রেনের সময়সূচির পরিবর্তন করা হয়েছে

০৩১৭১ শিয়ালদা-লালগোলা: রবিরার ভোর ৩টে ৪৫ মিনিটের পরিবর্তে ভোর ৫টা ৪৫ মিনিটে ছাড়বে।

৩১৫১৬ শান্তিপুর-শিয়ালদা লোকাল: রবিবার ভোর ৫টা ৫২ মিনিটের পরিবর্তে সকাল ৬ টা ২ মিনিটে শান্তিপুর থেকে ছাড়বে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন

Weather Update: আজ আকাশ থাকবে কিছুটা কুয়াশাচ্ছন্ন, শুক্র ও শনিবারে হতে পারে বৃষ্টি, রইল আবহাওয়ার খবর

'লিপস এন্ড বাউন্ডস মমতার পরিবারের কোম্পানি, সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি' বিস্ফোরক শুভেন্দু

 

 

 

Share this article
click me!

Latest Videos

‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today
‘মুখ্যমন্ত্রী গরীবদের আশ্বাস নিয়ে সেটা লুঠ করছেন’ ট্যাব দুর্নীতিতে মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের