শনিবার ও রবিবার শিয়ালদা শাখায় বাতিল হবে ৩২টি ট্রেন, যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে একাধিক ট্রেনের

শনিবার রাত ১০টা ৩০ মিনিট থেকে রবিবার সকাল সাতটা পর্যন্ত নৈহাটি ও রানাঘাট শাখার কল্যাণী স্টেশনের এক এবং দুই নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এর জেরে বাতিল হবে ৩২টি ট্রেন।

কল্যাণী স্টেশনে কাজের জন্য শনি ও রবিবার একগুচ্ছ ট্রেন বাতিল থাকবে। এমনই জানানো হয়েছে পূর্ব রেলের তরফ থেকে। শনিবার রাত ১০টা ৩০ মিনিট থেকে রবিবার সকাল সাতটা পর্যন্ত নৈহাটি ও রানাঘাট শাখার কল্যাণী স্টেশনের এক এবং দুই নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এর জেরে বাতিল হবে ৩২টি ট্রেন।

শনিবার (৬ জানুয়ারি) বাতিল ট্রেনের নাম

Latest Videos

শিয়ালদা-রানাঘাট লোকাল ট্রেন- আপ ৩১৬২৯, আপ ৩১৬৩১, আপ ০৩১৩৯, ডাউন ৩১৬৩২ এবং ডাউন ৩১৬৩৬।

শিয়ালদা-শান্তিপুর লোকাল ট্রেন- আপ ৩১৫৩৯, আপ ৩১৫৪১, ডাউন ৩১৫৪০ এবং ডাউন ৩১৫৪২।

শিয়ালদা-কৃষ্ণনগর সিটি জংশন লোকাল ট্রেন- আপ ৩১৮৪১ এবং ডাউন ৩১৮৪৪।

শিয়ালদা-গেদে লোকাল ট্রেন- আপ ৩১৯২৯ এবং ডাউন ৩১৯২৮।

কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকাল ট্রেন- আপ ৩১১৯২।

শিয়ালদা-লালগোলা- আপ ০৩১৯১ এবং ডাউন ০৩১৭২।
 

রবিবার (৭ জানুয়ারি) বাতিল ট্রেনের নাম

শিয়ালদা-রানাঘাট লোকাল ট্রেন- আপ ৩১৬১১, আপ ৩১৬১৫, ডাউন ৩১৬১২ এবং ডাউন ৩১৬১৪।

শিয়ালদা-শান্তিপুর লোকাল ট্রেন- আপ ৩১৫১১, আপ ৩১৫১৩, ডাউন ৩১৫১২ এবং ডাউন ৩১৫১৪।

শিয়ালদা-কৃষ্ণনগর সিটি জংশন লোকাল ট্রেন- আপ ৩১৮১১, আপ ৩১৮১৫, ডাউন ৩১৮১২, ডাউন ৩১৮১৪।

শিয়ালদা-গেদে লোকাল ট্রেন- আপ ৩১৯১১, আপ ৩১৯১৫, ডাউন ৩১৯১২ এবং ডাউন ৩১৯১৪।
 

যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে

ডাউন ০৩১৯৮ লালগোলা-শিয়ালদা: শিয়ালদার পরিবর্তে রানাঘাট পর্যন্ত আসবে জাউন ০৩১৯৮ লালগোলা-শিয়ালদা।

৩১৩৪১ শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল ট্রেন: শনিবার কল্যাণী সীমান্তের পরিবর্তে নৈহাটি জংশন পর্যন্ত যাবে ৩১৩৪১ শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল।

৩১১৯১ নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল ট্রেন: কল্যাণী পর্যন্ত যাবে ৩১১৯১ নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল। কল্যাণী থেকে ছাড়বে ৩১৩১২ কল্যাণী সীমান্ত-শিয়ালদা লোকাল ট্রেন।

৩১৩১১ শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল ট্রেন: কল্যাণীর পর্যন্ত যাবে। ৩১৩১৬ কল্যাণী সীমান্ত-শিয়ালদা লোকাল ট্রেন ছাড়বে কল্যাণী থেকে।
 

কোন কোন ট্রেনের সময়সূচির পরিবর্তন করা হয়েছে

০৩১৭১ শিয়ালদা-লালগোলা: রবিরার ভোর ৩টে ৪৫ মিনিটের পরিবর্তে ভোর ৫টা ৪৫ মিনিটে ছাড়বে।

৩১৫১৬ শান্তিপুর-শিয়ালদা লোকাল: রবিবার ভোর ৫টা ৫২ মিনিটের পরিবর্তে সকাল ৬ টা ২ মিনিটে শান্তিপুর থেকে ছাড়বে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন

Weather Update: আজ আকাশ থাকবে কিছুটা কুয়াশাচ্ছন্ন, শুক্র ও শনিবারে হতে পারে বৃষ্টি, রইল আবহাওয়ার খবর

'লিপস এন্ড বাউন্ডস মমতার পরিবারের কোম্পানি, সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি' বিস্ফোরক শুভেন্দু

 

 

 

Share this article
click me!

Latest Videos

Live : MahaKumbh 2025 | শুরু মহাকুম্ভ ২০২৫, শুরু পুণ্য স্নান, দেখুন সরাসরি | Makar Sankranti
PM Modi Live : সেনা দিবসে যুদ্ধ জাহাজের কমিশন করলেন প্রধানমন্ত্রী মোদী, দেখুন | Asianet News Bangla
Mamata Banerjee-র ভুল সিদ্ধান্ত আলু চাষীদের শেষ করে দিয়েছে!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts
প্রসূতি মৃত্যুর ঘটনায় Medinipur মেডিক্যাল কলেজ পরিদর্শনে June Malia, দেখুন কী বললেন
'যেটা মরেছে ওটা তৃণমূলের এলাকার ডন ছিল' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Malda TMC News