এবার ভাতা নয়, দুয়ারে সরকার থেকে মিলল চাকরি, নিয়োগ পত্র পেলেন ৭ জন

Published : Jan 30, 2025, 08:16 AM IST
Duare Sarkar

সংক্ষিপ্ত

আরামবাগের দুয়ারে সরকার ক্যাম্পে ৭ জন চাকরির নিয়োগপত্র পেলেন। এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

রাজ্যের প্রায় সব এলাকায় চলছে দুয়ারে সরকার ক্যাম্প। মমতা সরকারের আনা একাধিক প্রকল্পে আবেদন করা যাচ্ছে এই ক্যাম্প থেকে। এবার দুয়ারে সরকার প্রকল্পের আওতায় এল এক নতুন উদ্যোগ। মিলল চাকরি। দুয়ারে সরকার ক্যাম্পে চাকরির নিয়োগ পত্র পেলেন ৭ জন।

মঙ্গলবার আরামবাগের দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিতি ছিলেন আরামবাগের এসডিও রবিকুমার মিনা, এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ডেপুটি ডিরেক্টর ইন্দ্রাণী সেনগুপ্ত সহ আরও একাধিক আধিকারিকরা। এই মঞ্চ থেকেই পুরুষ ও মহিলা মিলিয়ে মোট সাত জনকে চাকরির শংসাপত্র এবং নিয়োগপত্র দেওয়া হয়। নিয়োগপত্র পেয়ে উল্লসিত প্রার্থীরা আনন্দে ফেটে পড়েন।

এক প্রার্থী প্রিয়া পাল জানান, এত বড় সুখ অনুভব করচে পারছি। আমি একটি ফুড কোম্পানিতে জুনিয়র অফিসার হিসেবে যোগ দেব।

বিশাল দাস বলেন, ধাপে ধাপে সমস্ত নিয়ম মেনে চাকরি পেলাম, আর এটা এক দারুণ অনুভূতি।

রবিকুমার মিনা বলেন, এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের মাধ্যমে চাকরি প্রদান এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ভবিষ্যতে আরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ডেপুটি ডিরেক্টর ইন্দ্রাণী সেনগুপ্ত জানান, আমরা সকলকে অনুরোধ করছি, অনলাইনে নাম নথি ভুক্ত করুন। এরপর নিয়ম মেনে চাকরি প্রদান করা হবে। প্রথম পর্যায়ে সাতজন পেয়েছে আমরা আশা করছি ভবিষ্যতে এই উদ্যোগ আরও সম্প্রসারিত হবে।

বর্তমানে সরকারের এই নয়া উদ্যোগের প্রশংসা করেছেন সকলে। আরামবাগে দুয়ারে সরকার ক্যাম্পে মিলল চাকরির নিয়োগ পত্র। মহিলা ও পুরুষ মিলিয়ে সাত জন পেলেন চাকরি। চাকরির শংসাপত্র ও নিয়োগপত্র তাদের হাতে তুলে দেওয়া হয়। ক্যাম্পে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিও রবিকুমার মিনা, এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ডেপুটি ডিরেক্টর ইন্দ্রাণী সেনগুপ্ত।

বর্তমানে বিভিন্ন এলাকায় চলছে দুয়ারে সরকার। ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ক্যাম্প। এখানে মিলছে ভাতার ফর্ম। সঙ্গে জমাও দেওয়া হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে সরকারি সকল ভাতার ফর্ম পাওয়া যাচ্ছে।

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ