বিস্কুট দেওয়ার আছিলায় ৩ বছরের বাচ্চাকে বাড়িতে ঢেকে নিগ্রহ, মিলেছে রক্তের দাগ

কাটোয়াতে এক প্রৌঢ়ের বিরুদ্ধে তিন বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত বিস্কুটের লোভ দেখিয়ে শিশুটিকে বাড়িতে নিয়ে যায় এবং তার গোপনাঙ্গ স্পর্শ করে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং পকসো আইনে মামলা রুজু করেছে।

deblina dey | Published : Oct 20, 2024 4:05 AM IST

প্রতিবেশীর বিরুদ্ধে তিন বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের কাটোয়াতে। এক প্রৌঢ় শিশুটিকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। মেয়েটির পরিবারের দাবি, তার গোপনাঙ্গ স্পর্শ করেছে। সেখানে রক্তের দাগও মিলেছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া থানা এলাকায়। নির্যাতিতা কিশোরীর মা জানান, শনিবার বিকেলে ওই প্রৌঢ় ব্যক্তি তার মেয়েকে বিস্কুট দিতে ডেকেছিল। ওই বৃদ্ধ তাদের বাড়ির পাশেই থাকেন। আরেক শিশুকেও ডাকলেন। এই সময় তাদের ঘর ফাঁকা ছিল। অভিযোগ, সেই সময় প্রৌঢ় তাঁর মেয়ের গোপনাঙ্গ স্পর্শ করেন। শিশুটি বাড়ি ফিরে কান্নাকাটি শুরু করলে মা বিষয়টি জানতে পারেন।

Latest Videos

শিশুটিকে তড়িঘড়ি চিকিৎসার জন্য কাটোয়া সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রাতেই তাকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। শিশুটি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তকে ঘিরে ধরেন এলাকার বাসিন্দারা। তাকে আটক করে কাটোয়া থানায় রিপোর্ট করা হয়েছে। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। কাটোয়া হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট সুশান্তবরণ দত্ত বলেন, "মেয়েটির গোপনাঙ্গে রক্তের দাগ পাওয়া গেছে। তবে শিশুটির অবস্থা এখন স্থিতিশীল। তাকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।"

অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ রয়েছে। সে অনুযায়ী মামলায় ১৪৪ ধারা যুক্ত করা হয়েছে। রোববার তাকে আদালতে তোলা হবে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চাইতে পারে।

 

Share this article
click me!

Latest Videos

'দোষী মমতার পদত্যাগ চাইছেন না, আন্দোলনের শেষটা বলে নামুন' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
'স্বাস্থ্যব্যবস্থায় পচন ধরেছে! তবুও মমতার পদত্যাগ চাইছেন না' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari
Sundarbans-এ দাঁড়িয়ে Mamata-কে একহাত নিলেন Agnimitra Paul! দেখুন কী বললেন | South 24 Parganas News
এক বছর ধরে স্বপ্নাদেশ দিচ্ছিলেন, আজ পুকুর থেকে উঠে এলেন মা কালী! | Kali Puja 2024 | Katwa News Today
'তন্ময় ভট্টাচার্যকে গ্রেপ্তার করতে বারণ করেছে মমতা' কেন! ফাঁস করলেন শুভেন্দু | Suvendu Adhikari