জুনিয়র ডাক্তাররা আন্দোলনের লক্ষ লক্ষ টাকা পাচ্ছেন কোথা থেকে? পর্দা ফাঁস করলেন কুণাল ঘোষ

Published : Oct 19, 2024, 05:05 PM IST
rg kar protest  Where are the junior doctors getting money from, said Kunal Ghosh on social media bsm

সংক্ষিপ্ত

কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ একটি পোস্ট করেন। সেখানেই তিনি জনিয়ে দেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের টাকা কোথা থেকে আসছে। 

 

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের বিচার -সহ ১০ দফা দাবিতে টনা দুই মাস ধরে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তারর। ধর্মতলায় তাঁদের অনশন শনিবার ১৫ দিনে পড়ছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষপর্যন্ত তাঁদের দাবিগুলি মেনে নেওয়ার জন্য ২-৩ মাস সময় চেয়েছেন। কিন্তু তার আগেই জুনিয়র ডাক্তাররা কোথা থেকে আন্দোলনের টাকা পাচ্ছেন - তা ফাঁস করলেন।

কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ একটি পোস্ট করেন। সেখানেই তিনি জনিয়ে দেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের টাকা কোথা থেকে আসছে। যদিও জুনিয়র ডাক্তাররা এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। তাঁদের ফেসবুক পেজ WBJDF - West Bengal Junior Doctors' Front সেখানে টাকা দেওয়ার জন্য একটি কিউআর কোড দেওয়া হয়েছিল।

কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেরে একটি সংবাদপত্রের ছবি শেয়ার করেন। সেখানেই তিনি জানিয়ে দেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনে টাকার উৎস মুখ। তিনি বলেছেন, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট নিজেদের সংস্থাকে এনজিও হিসেবে নথিভুক্ত করিয়েছে। কলকাতা হাইকোর্টের এইচডিএফসি ব্রাঞ্চে জুনিয়র চিকিৎসকদের সংগঠনের অ্যাকাউন্ট রয়েছে। তিনি আরও বলেছেন, ১৬ অক্টোবর ২০২৪ সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল ১ কোটি ৭০ লক্ষ টাকা। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্যও কুণাল ঘোষ শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়।

তবে কুণাল ঘোষ জুনিয়র ডাক্তারদের কিছু বলেননি। কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। বলেছেন, 'প্রশ্ন: টাকা দিচ্ছে কারা? কারা চায় আন্দোলনের নামে সরকারি হাসপাতাল অস্থির থাকুক? তাতে কাদের লাভ? সরকারি ঠিকানায় সরকারের অনুমতি ছাড়া নথিভুক্ত এনজিও থাকে কী করে?' কারা কারা এই টাকা দিচ্ছে তাও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলেও তিনি দবি করেছেন। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তও দাবি করেছেন কুণাল ঘোষ।

PREV
click me!

Recommended Stories

লোকসভায় দাঁড়িয়ে কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনীর আর্জি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, দেখুন কী বলছেন
শেখ শাহজাহানকে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বলছেন