শুভেন্দুর কনভয়ে হামলার অভিযোগে উদয়ন সহ ৪১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭

Published : Aug 06, 2025, 04:13 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Suvendu Adhikari News: কোচবিহারে শুভেন্দু অধিকারীর গাড়িতে ভাঙচুরের অভিযোগ। তৃণমূলের মন্ত্রী সহ ৪১ জনের বিরুদ্ধে থানায় নালিশ বিরোধী দলনেতার। অভিযোগের তালিকায় কারা রয়েছেন? জানুন বিশদে সম্পূর্ণ প্রতিবেদন পড়ে… 

Suvendu Adhikari News: কোচবিহার শহর লাগোয়া খাগড়াবাড়িতে মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় আরও ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, মঙ্গলবারই এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল।

এদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু অধিকারী। পুলিশের তরফেও একটি স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা জানিয়েছেন, ধৃতরা হল রঞ্জিত দে, জহিরুল ইসলাম, শুখলাল রবিদাস, আশরাফুল আলম, হরিধন সরকার, মহম্মদ হাবিব ও শহিদুল ইসলাম। প্রত্যেকেই কোচবিহার-২ এর বাসিন্দা। তাঁরা তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, মঙ্গলবার পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে কোচবিহারে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কনভয় কোচবিহার শহরে ঢোকার মুখেই খাগড়াবাড়িতে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়ে। সেখানেই তাঁর গাড়ি সহ পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনায় বাংলাদেশের বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু। এবার এই ঘটনায় মোট গ্রেফতারির সংখ্যা  বেড়ে দাঁড়াল ৭।

অন্যদিকে, শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রা ঘিরে বুধবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠছে উত্তর ২৪ পরগনার বারাসাত। এবার শুভেন্দু অধিকারীর সভাস্থলে গেরুয়া পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে । তবে সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখেই সেই পতাকা খুলতেও দেখা গেল তৃণমূল কর্মী সমর্থকদের।

 বারাসাত পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের পৌরমাতা নীলিমা মন্ডলের উপস্থিতিতে শুভেন্দু অধিকারী সভাস্থলের বিজেপির লাগানো পতাকার উপরে পতাকা লাগানোর অভিযোগ তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় পৌরমাতা।

 তিনি পাল্টা দাবি করেন, পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের মারধর করেছে। যদিও গোটা অভিযোগ অস্বীকার করে বিজেপি বারাসাত তিন নম্বর মন্ডলের সভাপতি অনির্বাণ বিশ্বাসের দাবি, বিরোধী দল নেতার সভাস্থলে বিজেপির যে দলীয় পতাকা লাগানো রয়েছে তার উপরেই তৃণমূল পতাকা লাগাচিছিল। সেটাই বারণ করা হয়েছে। মারধরের কোনও ঘটনা ঘটেনি। যদিও ঘটনাস্থলে বারাসাত থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?